সবার ওপরে আবাহনী
ছয় রাউন্ডের খেলা শেষ। আজ শুরু হচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের খেলা। ষষ্ঠ রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় একমাত্র অপরাজিত দল আবাহনী। ছয় ম্যাচের ছয়টিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।
প্রাইম দোলেশ্বরের সঙ্গে ড্র আর গাজী ট্যাংকের কাছে হেরে ৩ পয়েন্ট পিছিয়ে থাকা মোহামেডানের পয়েন্ট ৯। ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গাজী ট্যাংক ক্রিকেটার্স।
এবারের প্রিমিয়ার লিগে জাতীয় দলের প্রায় সব ব্যাটসম্যানই আছেন ফর্মে। সবচেয়ে বেশি রান বিমানের মুশফিকুরের, ছয় ম্যাচে ৩৬১ রান। বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট ইলিয়াস সানির। বিমানেরই এই স্পিনার ছয় ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট।
প্রাইম দোলেশ্বরের সঙ্গে ড্র আর গাজী ট্যাংকের কাছে হেরে ৩ পয়েন্ট পিছিয়ে থাকা মোহামেডানের পয়েন্ট ৯। ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গাজী ট্যাংক ক্রিকেটার্স।
এবারের প্রিমিয়ার লিগে জাতীয় দলের প্রায় সব ব্যাটসম্যানই আছেন ফর্মে। সবচেয়ে বেশি রান বিমানের মুশফিকুরের, ছয় ম্যাচে ৩৬১ রান। বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট ইলিয়াস সানির। বিমানেরই এই স্পিনার ছয় ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট।
No comments