আনচেলত্তি আর হজসনের বিপদ
রয় হজসন ইংলিশ, কার্লো আনচেলত্তি ইতালিয়ান। চাকরির খাতিরে দুজনই এখন ইংল্যান্ডে। হজসন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের কোচ, আনচেলত্তি চেলসির। সম্প্রতি দুজন এক বিন্দুতে মিলেছেন আরেকটা দিক থেকেও। চাকরি হারানোর শঙ্কা তাড়া করছে দুজনকেই।
পরশু এ শঙ্কাটা আরেকটু বেড়েছে চেলসি-লিভারপুল দুই দলই ইংলিশ প্রিমিয়ার লিগে নিজ নিজ ম্যাচে হেরে যাওয়ায়। ব্ল্যাকবার্নের মাঠ থেকে লিভারপুল হেরে এসেছে ৩-১ গোলে। আর উলভারহ্যাম্পটনে চেলসি হেরেছে ১-০ ব্যবধানে।
উলভারহ্যাম্পটনের মাঠে চেলসির হেরে যাওয়াটা একটু বিস্ময়করই। শক্তির বিচারে এমনিতেই চেলসি-উলভসের বিস্তর ব্যবধান। তার ওপর পুরো ম্যাচেই ছড়ি ঘুরিয়েছে চেলসি। এর পরও হেরে গেছে ‘ব্লু’রা। হেরে গেছে তারা হোসে বসিঙ্গার দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোলে। ম্যাচ শেষে চেলসি কোচ কার্লো আনচেলত্তি হতবাক, ‘এ মুহূর্তে বুঝিয়ে বলাটা খুব কঠিন যে কী হচ্ছে আমাদের।’
সত্যিই তো, চেলসির হলোটা কী? মৌসুমের শুরুটা দুর্দান্তই হয়েছিল। লিগের প্রথম ৫ ম্যাচে জয়, ২১ গোল দিয়ে একটি মাত্র গোল খাওয়া। কিন্তু হঠাৎ করেই গেল তাল কেটে। নিজেদের ফিরে পাওয়ার লড়াই করতে হচ্ছে আনচেলত্তির দলকে। ফিরে পাওয়া হচ্ছে না। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচটি নিয়ে প্রিমিয়ার লিগে সর্বশেষ ৯ ম্যাচে মাত্র একটিই জয় তাদের। চেলসি মালিক রোমান আব্রামোভিচ কাঁহাতক আর সহ্য করবেন এসব! আনচেলত্তির অবশ্য এ নিয়ে মাথাব্যথা নেই, ‘আমি বরখাস্ত হওয়া নিয়ে ভয় পাচ্ছি না।’
হজসনের ব্যাপারটা ভিন্ন। রাফায়েল বেনিতেজের হতশ্রী লিভারপুলকে ওপরে তুলে আনতে অ্যানফিল্ডে পা রেখেছিলেন এই ইংলিশ কোচ। হজসন পারেননি। আর ব্যর্থদের জায়গা কোথাও নেই। ব্রিটিশ পত্রপত্রিকার অনুমান, শিগগিরই চলে যেতে হবে হজসনকে। লিভারপুল কোচ এসব নিয়ে কথা বলার মতো মানসিক অবস্থায় পরশু ছিলেন না, ‘আমি এ নিয়ে কথা বলার মতো অবস্থায় নেই। আমি আজকের (পরশু) ফল নিয়ে হতাশ।’
চেলসির একের পর এক হতাশাজনক পারফরম্যান্স তাদের দূরে ঠেলে দিয়েছে শিরোপা লড়াই থেকে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে শিরোপার লড়াই এখন আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির। পরশু এই দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। সিটি কোচ রবার্তো মানচিনির এই ড্র নিয়ে কোনো আক্ষেপ নেই। তবে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার সমালোচনা করেছেন ম্যান সিটির নেতিবাচক ও রক্ষণাত্মক খেলার জন্য।
পরশু এ শঙ্কাটা আরেকটু বেড়েছে চেলসি-লিভারপুল দুই দলই ইংলিশ প্রিমিয়ার লিগে নিজ নিজ ম্যাচে হেরে যাওয়ায়। ব্ল্যাকবার্নের মাঠ থেকে লিভারপুল হেরে এসেছে ৩-১ গোলে। আর উলভারহ্যাম্পটনে চেলসি হেরেছে ১-০ ব্যবধানে।
উলভারহ্যাম্পটনের মাঠে চেলসির হেরে যাওয়াটা একটু বিস্ময়করই। শক্তির বিচারে এমনিতেই চেলসি-উলভসের বিস্তর ব্যবধান। তার ওপর পুরো ম্যাচেই ছড়ি ঘুরিয়েছে চেলসি। এর পরও হেরে গেছে ‘ব্লু’রা। হেরে গেছে তারা হোসে বসিঙ্গার দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোলে। ম্যাচ শেষে চেলসি কোচ কার্লো আনচেলত্তি হতবাক, ‘এ মুহূর্তে বুঝিয়ে বলাটা খুব কঠিন যে কী হচ্ছে আমাদের।’
সত্যিই তো, চেলসির হলোটা কী? মৌসুমের শুরুটা দুর্দান্তই হয়েছিল। লিগের প্রথম ৫ ম্যাচে জয়, ২১ গোল দিয়ে একটি মাত্র গোল খাওয়া। কিন্তু হঠাৎ করেই গেল তাল কেটে। নিজেদের ফিরে পাওয়ার লড়াই করতে হচ্ছে আনচেলত্তির দলকে। ফিরে পাওয়া হচ্ছে না। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচটি নিয়ে প্রিমিয়ার লিগে সর্বশেষ ৯ ম্যাচে মাত্র একটিই জয় তাদের। চেলসি মালিক রোমান আব্রামোভিচ কাঁহাতক আর সহ্য করবেন এসব! আনচেলত্তির অবশ্য এ নিয়ে মাথাব্যথা নেই, ‘আমি বরখাস্ত হওয়া নিয়ে ভয় পাচ্ছি না।’
হজসনের ব্যাপারটা ভিন্ন। রাফায়েল বেনিতেজের হতশ্রী লিভারপুলকে ওপরে তুলে আনতে অ্যানফিল্ডে পা রেখেছিলেন এই ইংলিশ কোচ। হজসন পারেননি। আর ব্যর্থদের জায়গা কোথাও নেই। ব্রিটিশ পত্রপত্রিকার অনুমান, শিগগিরই চলে যেতে হবে হজসনকে। লিভারপুল কোচ এসব নিয়ে কথা বলার মতো মানসিক অবস্থায় পরশু ছিলেন না, ‘আমি এ নিয়ে কথা বলার মতো অবস্থায় নেই। আমি আজকের (পরশু) ফল নিয়ে হতাশ।’
চেলসির একের পর এক হতাশাজনক পারফরম্যান্স তাদের দূরে ঠেলে দিয়েছে শিরোপা লড়াই থেকে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে শিরোপার লড়াই এখন আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির। পরশু এই দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। সিটি কোচ রবার্তো মানচিনির এই ড্র নিয়ে কোনো আক্ষেপ নেই। তবে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার সমালোচনা করেছেন ম্যান সিটির নেতিবাচক ও রক্ষণাত্মক খেলার জন্য।
No comments