সিএসআরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিআইডিএসে কর্মশালা
বাংলাদেশে বহুজাতিক তেল কোম্পানি শেভরন পরিচালিত বিবিয়ানা তেল গ্যাসক্ষেত্রের পার্শ্ববর্তী দুটি গ্রামে দুই বছরের গবেষণালব্ধ তথ্য-উপাত্ত নিয়ে সম্প্রতি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শেরেবাংলা নগর আগারগাঁয়ের বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিআইডিএসের মহাপরিচালক মুস্তাফা কে মুজেরি। শুভেচ্ছা বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহির আহমেদ। ‘মাইনিং, লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কস ইন বাংলাদেশ’ শীর্ষক মূল্য প্রবন্ধ উপস্থাপন করেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব সাসেক্সের অধ্যাপক কেটি গার্ডনার।
প্রসঙ্গত, যৌথভাবে গবেষণাটি পরিচালিত হয়েছে ইংল্যান্ডের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ কাউন্সিল এবং ডিএফআইডির অর্থায়নে।
কর্মশালাটির লক্ষ্য ছিল দেশে করপোরেট সামাজিক দায়িত্ব পালনের প্রকৃত ভূমিকার ওপর আলোকপাত করা।
শেরেবাংলা নগর আগারগাঁয়ের বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিআইডিএসের মহাপরিচালক মুস্তাফা কে মুজেরি। শুভেচ্ছা বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহির আহমেদ। ‘মাইনিং, লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কস ইন বাংলাদেশ’ শীর্ষক মূল্য প্রবন্ধ উপস্থাপন করেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব সাসেক্সের অধ্যাপক কেটি গার্ডনার।
প্রসঙ্গত, যৌথভাবে গবেষণাটি পরিচালিত হয়েছে ইংল্যান্ডের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ কাউন্সিল এবং ডিএফআইডির অর্থায়নে।
কর্মশালাটির লক্ষ্য ছিল দেশে করপোরেট সামাজিক দায়িত্ব পালনের প্রকৃত ভূমিকার ওপর আলোকপাত করা।
No comments