থাইল্যান্ডে বাণিজ্যিক নগর নির্মাণ করবে চীন
চীন ১৫০ কোটি ডলার ব্যয়ে থাইল্যান্ডে একটি ‘বাণিজ্যিক নগর’ নির্মাণ করবে। এখান থেকে ব্যবসায়ীরা চীনের তৈরি পণ্য রপ্তানি করতে পারবে এবং ব্যয়বহুল শুল্কও এড়াতে পারবে। চীনের একটি পত্রিকা গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
চায়না ডেইলি নামের পত্রিকাটি জানিয়েছে, ৭০ হাজারেরও বেশি চীনা ব্যবসায়ী ব্যাংককে এই চায়না সিটি কমপ্লেক্স ব্যবহার করতে পারবে বলে আশা করা হচ্ছে। এর ফলে চীন থেকে সরাসরি দ্রব্যসামগ্রী জাহাজে পাঠাতে কোনো রাজস্ব লাগবে না।
এই সেন্টারের আয়তন হবে সাত লাখ বর্গমিটার। অর্থাত্ ১০০ ফুটবল মাঠের সমান। এটা হবে চীনের পূর্বাঞ্চলীয় শহর ইউয়ের ছোট পণ্যের জন্য বিশ্বের সবচেয়ে বড় পাইকারি বাজার। সেন্টারের নির্মাণকাজ শুরু হবে ১৮ জানুয়ারি। আশা করা হচ্ছে, ২০১৩ সাল নাগাদ নির্মাণকাজ শেষ হবে।
আশিয়ান-চায়না ইকোনমিক অ্যান্ড ট্রেড প্রমোশন সেন্টারের চেয়ারম্যান ইয়াং ফাংসু বলেন, থাইল্যান্ডে ব্যবসা সুবিধা ছাড়াও চীনা রপ্তানিকারীরা এ প্রকল্পের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মতো উন্নত বাজারে তাদের পণ্যসামগ্রী তুলে ধরতে পারবেন।
চায়না ডেইলি নামের পত্রিকাটি জানিয়েছে, ৭০ হাজারেরও বেশি চীনা ব্যবসায়ী ব্যাংককে এই চায়না সিটি কমপ্লেক্স ব্যবহার করতে পারবে বলে আশা করা হচ্ছে। এর ফলে চীন থেকে সরাসরি দ্রব্যসামগ্রী জাহাজে পাঠাতে কোনো রাজস্ব লাগবে না।
এই সেন্টারের আয়তন হবে সাত লাখ বর্গমিটার। অর্থাত্ ১০০ ফুটবল মাঠের সমান। এটা হবে চীনের পূর্বাঞ্চলীয় শহর ইউয়ের ছোট পণ্যের জন্য বিশ্বের সবচেয়ে বড় পাইকারি বাজার। সেন্টারের নির্মাণকাজ শুরু হবে ১৮ জানুয়ারি। আশা করা হচ্ছে, ২০১৩ সাল নাগাদ নির্মাণকাজ শেষ হবে।
আশিয়ান-চায়না ইকোনমিক অ্যান্ড ট্রেড প্রমোশন সেন্টারের চেয়ারম্যান ইয়াং ফাংসু বলেন, থাইল্যান্ডে ব্যবসা সুবিধা ছাড়াও চীনা রপ্তানিকারীরা এ প্রকল্পের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মতো উন্নত বাজারে তাদের পণ্যসামগ্রী তুলে ধরতে পারবেন।
No comments