এইচপির পণ্যদূত হলেন তামিম
বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি কোম্পানি হিউলেট প্যাকার্ড (এইচপি) বাংলাদেশে তাদের পণ্যের প্রসারে দূত হিসেবে বেছে নিল ক্রিকেটার তামিম ইকবালকে।
রাজধানীর একটি হোটেলে কাল দুই পক্ষের মধ্যে এক বছরের চুক্তি হয়েছে। গত ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া এই চুক্তির অধীনে বাংলাদেশে এইচপির বিভিন্ন পণ্য ও সেবায় ওই প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবেন তামিম। শ্রীলঙ্কায় এইচপির পক্ষে একইভাবে দূত হিসেবে কাজ করছেন সে দেশের ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুস।
তামিমকে নিজেদের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ করার কারণ হিসেবে এইচপির মহাব্যবস্থাপক ফিলিপ লাও বললেন, ‘তামিম ইকবালের ক্রীড়ানৈপুণ্যের প্রতি এইচপি পুরোপুরি আস্থাশীল। আজকের তরুণ প্রজন্মের কাছে তামিম এক আদর্শ নাম। এই চুক্তি তাঁর দক্ষতার স্বীকৃতি এবং এইচপির জন্য অনুপ্রেরণাও।’ এইচপির বাংলাদেশ বিভাগের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়ার মুখেও ছিল বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যানের প্রশংসা।
উচ্ছ্বসিত তামিমের কথা, ‘পণ্যের মান ও প্রযুক্তিতে এইচপি বিশ্বের অন্যতম সেরা একটি ব্র্যান্ড। এইচপি বিশ্বাস করে মান এবং পারফরম্যান্সে, যা আমার ক্রিকেট ক্যারিয়ারেরও মূল চালিকাশক্তি।’
রাজধানীর একটি হোটেলে কাল দুই পক্ষের মধ্যে এক বছরের চুক্তি হয়েছে। গত ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া এই চুক্তির অধীনে বাংলাদেশে এইচপির বিভিন্ন পণ্য ও সেবায় ওই প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবেন তামিম। শ্রীলঙ্কায় এইচপির পক্ষে একইভাবে দূত হিসেবে কাজ করছেন সে দেশের ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুস।
তামিমকে নিজেদের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ করার কারণ হিসেবে এইচপির মহাব্যবস্থাপক ফিলিপ লাও বললেন, ‘তামিম ইকবালের ক্রীড়ানৈপুণ্যের প্রতি এইচপি পুরোপুরি আস্থাশীল। আজকের তরুণ প্রজন্মের কাছে তামিম এক আদর্শ নাম। এই চুক্তি তাঁর দক্ষতার স্বীকৃতি এবং এইচপির জন্য অনুপ্রেরণাও।’ এইচপির বাংলাদেশ বিভাগের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়ার মুখেও ছিল বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যানের প্রশংসা।
উচ্ছ্বসিত তামিমের কথা, ‘পণ্যের মান ও প্রযুক্তিতে এইচপি বিশ্বের অন্যতম সেরা একটি ব্র্যান্ড। এইচপি বিশ্বাস করে মান এবং পারফরম্যান্সে, যা আমার ক্রিকেট ক্যারিয়ারেরও মূল চালিকাশক্তি।’
No comments