হেরে গেলেন শারাপোভা
ব্যাপারটা কি উল্টোই হয়ে যাবে? সব জায়গায় সেমিফাইনাল-ফাইনালে দর্শক বাড়ে, আর অকল্যান্ড ক্লাসিক টেনিসে নাকি কমবে! কমবেই তো! যাঁর জন্য রাগবির দেশে টেনিস ম্যাচে গ্যালারি-ভরা দর্শক, সেই মারিয়া শারাপোভা যে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন। কাকে দেখতে কোর্টে যাবে দর্শক!
গ্রেটা আর্ন, ৩১ বছর বয়সী এই হাঙ্গেরিয়ান অকল্যান্ডে সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ানের ঘাতক, যাঁর ক্যারিয়ার-সেরা র্যাঙ্কিং ৮১, সেই আর্ন শারাপোভার মতো একজনকে হারিয়ে তো সপ্তম স্বর্গেই ভাসবেন। ‘একটা স্বপ্ন সত্যি হলো’—শারাপোভাকে হারানোর অনুভূতি জানিয়েছেন আর্ন। সদ্যই চোট কাটিয়ে কোর্টে ফেরা শারাপোভা অবশ্য পরাজয়কে নিয়েছেন স্বাভাবিকভাবেই, ‘এটা হতেই পারে। সামনে এগিয়ে যেতে হবে এখন।’
গ্রেটা আর্ন, ৩১ বছর বয়সী এই হাঙ্গেরিয়ান অকল্যান্ডে সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ানের ঘাতক, যাঁর ক্যারিয়ার-সেরা র্যাঙ্কিং ৮১, সেই আর্ন শারাপোভার মতো একজনকে হারিয়ে তো সপ্তম স্বর্গেই ভাসবেন। ‘একটা স্বপ্ন সত্যি হলো’—শারাপোভাকে হারানোর অনুভূতি জানিয়েছেন আর্ন। সদ্যই চোট কাটিয়ে কোর্টে ফেরা শারাপোভা অবশ্য পরাজয়কে নিয়েছেন স্বাভাবিকভাবেই, ‘এটা হতেই পারে। সামনে এগিয়ে যেতে হবে এখন।’
No comments