মহানগর বাছাই দাবা
ফেডারেশন কার্যালয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা মহানগর বাছাই দাবা। যাঁদের ফিদে রেটিং ২১০০-এর নিচে শুধু তাঁরাই প্রতিযোগিতায় নাম এন্ট্রি করতে পারবেন। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতির প্রতিযোগিতা থেকে সেরা ১৬ জন দাবাড়ু সুযোগ পাবেন এ বছরের জাতীয় বাছাই দাবায়।
No comments