রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিল লাভেন্তে
কিংস কাপের শেষ ১৬-র লড়াইয়ে প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৮-০ গোলের লজ্জা নিয়ে ফিরতে হয়েছিল লাভেন্তেকে। পরবর্তী রাউন্ডে যেতে হলে তাদের রিয়ালকে হারাতে হতো এর চেয়েও বড় ব্যবধানে। যেটা অনেকটা অসম্ভবের কাছাকাছিই চলে যায়। অত দূর না যেতে পারলেও শেষ পর্যন্ত গতকাল দ্বিতীয় লেগে রিয়ালকে ২-০ গোলে হারিয়ে কিছুটা ক্ষোভ মিটিয়েছে লাভেন্তে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্থের ৬২ ও ৮৬ মিনিটে গোল দুটি করেছেন লাভেন্তে মিডফিল্ডার মুনোজ ক্রিসকো ও সার্জিও।
তবে লাভেন্তের মতো নিচের সারির একটা ক্লাবের কাছে এই হারটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না মরিনহো। বরং এ রকম একটা অগুরুত্বপূর্ণ ম্যাচেও তাঁর শিষ্যরা যেভাবে খেলেছে তাতে খুশিই হয়েছেন এই পর্তুগিজ কোচ। গতকালের এই ম্যাচের পর ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘এ ধরনের একটা ম্যাচে খুব বেশি মনোযোগ দেওয়া খেলোয়াড়দের জন্য একটু কঠিন। আমরা কিক-অফের আগেই জানতাম যে আমাদের পরবর্তী রাউন্ড নিশ্চিত। আমি কারও সমালোচনা করতে পারি না, কারণ এত কিছুর পরও তারা এই ম্যাচে বেশ ইতিবাচক মনোভাব দেখিয়েছে। গাগো, গ্যারে, মাটেওস এই মৌসুমে এবারই প্রথম মাঠে নেমেছে। ম্যাচের শেষ দিকে করিম বেনজেমাকে তুলে নেওয়ার পর কার্যত আমাদের কোনো স্ট্রাইকারও ছিল না।’
শেষ আটে রিয়াল মুখোমুখি হবে লিগ প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের।
তবে লাভেন্তের মতো নিচের সারির একটা ক্লাবের কাছে এই হারটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না মরিনহো। বরং এ রকম একটা অগুরুত্বপূর্ণ ম্যাচেও তাঁর শিষ্যরা যেভাবে খেলেছে তাতে খুশিই হয়েছেন এই পর্তুগিজ কোচ। গতকালের এই ম্যাচের পর ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘এ ধরনের একটা ম্যাচে খুব বেশি মনোযোগ দেওয়া খেলোয়াড়দের জন্য একটু কঠিন। আমরা কিক-অফের আগেই জানতাম যে আমাদের পরবর্তী রাউন্ড নিশ্চিত। আমি কারও সমালোচনা করতে পারি না, কারণ এত কিছুর পরও তারা এই ম্যাচে বেশ ইতিবাচক মনোভাব দেখিয়েছে। গাগো, গ্যারে, মাটেওস এই মৌসুমে এবারই প্রথম মাঠে নেমেছে। ম্যাচের শেষ দিকে করিম বেনজেমাকে তুলে নেওয়ার পর কার্যত আমাদের কোনো স্ট্রাইকারও ছিল না।’
শেষ আটে রিয়াল মুখোমুখি হবে লিগ প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের।
No comments