নাইজেরিয়ায় উড়ছে এশিয়ার পতাকাও
ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানি বিদায় নিয়েছে। কিন্তু অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে বিশ্ব ফুটবলের পরাশক্তিদের মধ্যে ইতালির সঙ্গে টিকে থাকল স্পেন। বার্কিনা ফাসোকে ৪-১ গোলে হারিয়েছে তারা।
শেষ আটে উড়ছে এশিয়ার পতাকাও। মেক্সিকোকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে দক্ষিণ কোরিয়া উঠেছে কোয়ার্টার ফাইনালে। নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলাও ১-১ গোলে অমীমাংসিত থাকলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।
এদিন শেষ আট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন নাইজেরিয়া ও উরুগুয়ে। ৫-০ গোলে জিতে নিউজিল্যান্ড রূপকথার ইতি টেনেছে নাইজেরিয়া। আর ইরানের বিপক্ষে উরুগুয়ের জয়টি ২-১ গোলের।
শেষ আটে উড়ছে এশিয়ার পতাকাও। মেক্সিকোকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে দক্ষিণ কোরিয়া উঠেছে কোয়ার্টার ফাইনালে। নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলাও ১-১ গোলে অমীমাংসিত থাকলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।
এদিন শেষ আট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন নাইজেরিয়া ও উরুগুয়ে। ৫-০ গোলে জিতে নিউজিল্যান্ড রূপকথার ইতি টেনেছে নাইজেরিয়া। আর ইরানের বিপক্ষে উরুগুয়ের জয়টি ২-১ গোলের।
No comments