জার্মানিতে গেরহার্ডের চোখে জিমিরা
উন্নত প্রশিক্ষণের জন্য গত মাসে জার্মানি গেছেন ১৯ হকি খেলোয়াড়। হাঁটুতে চোট পেয়ে ফিরে এসেছেন রাজন। বাকি ১৮ জনকে পর্যবেক্ষণ করে তাঁদের চারটি শ্রেণীতে ভাগ করেছেন কোচ পিটার গেরহার্ড। তাঁর মতামত কয়েক দিন আগে পাঠিয়েও দিয়েছেন হকি ফেডারেশনে।
গেরহার্ডের ‘এ’ গ্রেডে আছেন বিপ্লব, রানা, চন্দন, তাপস, মিমো ও পিন্টু। কোচের মনে হয়েছে, এঁরা সবাই আন্তর্জাতিক পর্যায়ে খেলার উপযুক্ত। ‘বি’ গ্রেডে আছেন জিমি, চয়ন, জন ও কিরণ। এঁদের ব্যাপারে কোচের মূল্যায়ন—আন্তর্জাতিক পর্যায়ে যেতে আরও উন্নতি করতে হবে। কৃষ্ণ, নান্নু, জাহিদ, শুভ, রাসেল, রিমন ও মানিককে রাখা হয়েছে ‘সি’ গ্রেডে। আন্তর্জাতিক মান থেকে অনেক দূরে, তবে তরুণ ও প্রতিভাবান বলে এঁদের একসময় ওই পর্যায়ে যাওয়ার ব্যাপারে কোচ আশাবাদী। তবে শারীরিক আকৃতির কারণে শুভর একটু সমস্যা হতে পারে মনে করেন তিনি। ‘ডি’ গ্রেডের দুজন—কুটি ও হাসানের আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সিদ্ধান্তে পৌঁছে গিয়ে ক্যাম্প শেষে তাঁদের দেশে ফেরত পাঠানোর কথা জানিয়ে দিয়েছেন গেরহার্ড। তাঁর পর্যবেক্ষণ, মোশাররফ শারীরিকভাবে দুর্বল এবং হাসান একটু অলস প্রকৃতির। জার্মানির ক্যাম্প শেষে হকি খেলোয়াড়দের ইউরোপ সফরে যাওয়ার কথা। কুটি ও হাসানের বদলে সে সফরে নিয়ে যাওয়ার জন্য ইরফানকে জার্মানি পাঠানোর জন্য ফেডারেশনের কাছে প্রস্তাব দিয়েছেন গেরহার্ড।
গেরহার্ডের ‘এ’ গ্রেডে আছেন বিপ্লব, রানা, চন্দন, তাপস, মিমো ও পিন্টু। কোচের মনে হয়েছে, এঁরা সবাই আন্তর্জাতিক পর্যায়ে খেলার উপযুক্ত। ‘বি’ গ্রেডে আছেন জিমি, চয়ন, জন ও কিরণ। এঁদের ব্যাপারে কোচের মূল্যায়ন—আন্তর্জাতিক পর্যায়ে যেতে আরও উন্নতি করতে হবে। কৃষ্ণ, নান্নু, জাহিদ, শুভ, রাসেল, রিমন ও মানিককে রাখা হয়েছে ‘সি’ গ্রেডে। আন্তর্জাতিক মান থেকে অনেক দূরে, তবে তরুণ ও প্রতিভাবান বলে এঁদের একসময় ওই পর্যায়ে যাওয়ার ব্যাপারে কোচ আশাবাদী। তবে শারীরিক আকৃতির কারণে শুভর একটু সমস্যা হতে পারে মনে করেন তিনি। ‘ডি’ গ্রেডের দুজন—কুটি ও হাসানের আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সিদ্ধান্তে পৌঁছে গিয়ে ক্যাম্প শেষে তাঁদের দেশে ফেরত পাঠানোর কথা জানিয়ে দিয়েছেন গেরহার্ড। তাঁর পর্যবেক্ষণ, মোশাররফ শারীরিকভাবে দুর্বল এবং হাসান একটু অলস প্রকৃতির। জার্মানির ক্যাম্প শেষে হকি খেলোয়াড়দের ইউরোপ সফরে যাওয়ার কথা। কুটি ও হাসানের বদলে সে সফরে নিয়ে যাওয়ার জন্য ইরফানকে জার্মানি পাঠানোর জন্য ফেডারেশনের কাছে প্রস্তাব দিয়েছেন গেরহার্ড।
No comments