ইংল্যান্ডের ফুটবল-ধনীরা
সগৌরবে উড়ছে ডেভিড বেকহামের পতাকা। ইংল্যান্ডের সবচেয়ে ধনী ফুটবলারের আসনটা যেন চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে ফেলেছেন এই মিডফিল্ডার। কাল ফোর ফোর টু ম্যাগাজিন প্রকাশিত তালিকায় ১২৫ মিলিয়ন পাউন্ড নিয়ে সবার ওপরে তিনি। ইংল্যান্ডের ফুটবলের সঙ্গে জড়িত ধনী ব্যক্তিদের এ তালিকা প্রকাশ করেছে ফুটবল সাময়িকীটি। ধনী ইংলিশ ফুটবলারের তালিকায় দুই নম্বরে আছেন মাইকেল ওয়েন।
অবস্থানে মাত্র এক ঘরের ব্যবধান হলেও ধন-সম্পত্তিতে বেকহামের সঙ্গে ওয়েনের ব্যবধান ৮৭ মিলিয়ন পাউন্ডের! ওয়েনের সম্পত্তির পরিমাণ ৩৮ মিলিয়ন পাউন্ড। ওয়েনের চেয়ে ১ মিলিয়ন পাউন্ড কম নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ওয়েইন রুনি।
চার আর পাঁচ নম্বরেও ম্যানইউর ফুটবলার। চারে রিও ফার্ডিনান্ড (৩০ মিলিয়ন পাউন্ড), পাঁচে রায়ান গিগস (২৪ মিলিয়ন পাউন্ড)। সেরা দশের বাকি পাঁচজনের চারজন চেলসির—মাইকেল বালাক (৬), ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (৭), জন টেরি (৯) ও দিদিয়ের দ্রগবা (১০)। পঞ্চম জন লিভারপুলের স্টিভেন জেরার্ড (৮)।
ফুটবলারদের তালিকায় ম্যানইউর দাপট থাকলেও ধনী কোচদের তালিকায় অ্যালেক্স ফার্গুসনকে (২২ মিলিয়ন) পেছনেই ঠেলে দিয়েছেন রয় কিন (২৭ মিলিয়ন)। ইপসউইচ টাউনের এই কোচ অবশ্য একে নন, দুয়ে। এক নম্বর জায়গাটি জাতীয় দলের কোচ ফ্যাবিও ক্যাপেলোর অধিকারে (৩০ মিলিয়ন)।
ইংলিশ ফুটবলের সবচেয়ে ধনী ক্লাব মালিক লক্ষ্মী মিত্তাল। কুইন্স পার্ক রেঞ্জার্সের অন্যতম মালিক, ভারতীয় বংশোদ্ভূত এই ব্যবসায়ীর সম্পদের পরিমাণ ১৮.৪ বিলিয়ন। এর পরই আছেন ম্যানচেস্টার সিটির মালিক শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান (১৭ বিলিয়ন পাউন্ড) ও চেলসির রোমান আব্রামোভিচ (৭.৮ বিলিয়ন)।
অবস্থানে মাত্র এক ঘরের ব্যবধান হলেও ধন-সম্পত্তিতে বেকহামের সঙ্গে ওয়েনের ব্যবধান ৮৭ মিলিয়ন পাউন্ডের! ওয়েনের সম্পত্তির পরিমাণ ৩৮ মিলিয়ন পাউন্ড। ওয়েনের চেয়ে ১ মিলিয়ন পাউন্ড কম নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ওয়েইন রুনি।
চার আর পাঁচ নম্বরেও ম্যানইউর ফুটবলার। চারে রিও ফার্ডিনান্ড (৩০ মিলিয়ন পাউন্ড), পাঁচে রায়ান গিগস (২৪ মিলিয়ন পাউন্ড)। সেরা দশের বাকি পাঁচজনের চারজন চেলসির—মাইকেল বালাক (৬), ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (৭), জন টেরি (৯) ও দিদিয়ের দ্রগবা (১০)। পঞ্চম জন লিভারপুলের স্টিভেন জেরার্ড (৮)।
ফুটবলারদের তালিকায় ম্যানইউর দাপট থাকলেও ধনী কোচদের তালিকায় অ্যালেক্স ফার্গুসনকে (২২ মিলিয়ন) পেছনেই ঠেলে দিয়েছেন রয় কিন (২৭ মিলিয়ন)। ইপসউইচ টাউনের এই কোচ অবশ্য একে নন, দুয়ে। এক নম্বর জায়গাটি জাতীয় দলের কোচ ফ্যাবিও ক্যাপেলোর অধিকারে (৩০ মিলিয়ন)।
ইংলিশ ফুটবলের সবচেয়ে ধনী ক্লাব মালিক লক্ষ্মী মিত্তাল। কুইন্স পার্ক রেঞ্জার্সের অন্যতম মালিক, ভারতীয় বংশোদ্ভূত এই ব্যবসায়ীর সম্পদের পরিমাণ ১৮.৪ বিলিয়ন। এর পরই আছেন ম্যানচেস্টার সিটির মালিক শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান (১৭ বিলিয়ন পাউন্ড) ও চেলসির রোমান আব্রামোভিচ (৭.৮ বিলিয়ন)।
No comments