রবীন্দ্রনাথের ১৫০তম জন্মদিন বিশ্বজুড়ে পালন করবে ইউনেসকো
কবিগুরুর ১৫০তম জন্মদিন বিশ্বজুড়ে পালন করবে ইউনেসকো। আগামী বছর বিশ্বব্যাপী আয়োজন করা হচ্ছে তাঁর অর্ধশতবর্ষ জন্মদিন পালনের নানা অনুষ্ঠান।
ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিবাল গত মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের জানান, আগামী বছর কবিগুরু রবীন্দ্রনাথের ১৫০তম জন্মদিন গোটা বিশ্বে বিশেষভাবে পালন করার জন্য ইউনেসকোর কাছে প্রস্তাব পাঠিয়েছিল ভারত। সেই প্রস্তাব গ্রহণ করেছে ইউনেসকো। ইউনেসকো ইতিমধ্যে কবিগুরুর ১৫০তম জন্মদিন পালনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। ইউনেসকো জানিয়েছে, ১৫০তম জন্মদিন উপলক্ষে ইউনেসকো কবিগুরুর নামে বিশেষ পুরস্কার ও পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কবিগুরুই এশিয়ার প্রথম নোবেলজয়ী ব্যক্তি। ১৯১৩ সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। যদিও কবিগুরুর সেই আসল নোবেল পদকটি আজ আর নেই শান্তিনিকেতনের বিশ্বভারতীর রবীন্দ্র সংগ্রহশালায়। ২০০৪ সালের মার্চে এটি চুরি হয়ে যায় শান্তিনিকেতন থেকে। সেখানে এখন রাখা হয়েছে নোবেল পদকের একটি রেপ্লিকা বা নকল।
ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিবাল গত মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের জানান, আগামী বছর কবিগুরু রবীন্দ্রনাথের ১৫০তম জন্মদিন গোটা বিশ্বে বিশেষভাবে পালন করার জন্য ইউনেসকোর কাছে প্রস্তাব পাঠিয়েছিল ভারত। সেই প্রস্তাব গ্রহণ করেছে ইউনেসকো। ইউনেসকো ইতিমধ্যে কবিগুরুর ১৫০তম জন্মদিন পালনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। ইউনেসকো জানিয়েছে, ১৫০তম জন্মদিন উপলক্ষে ইউনেসকো কবিগুরুর নামে বিশেষ পুরস্কার ও পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কবিগুরুই এশিয়ার প্রথম নোবেলজয়ী ব্যক্তি। ১৯১৩ সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। যদিও কবিগুরুর সেই আসল নোবেল পদকটি আজ আর নেই শান্তিনিকেতনের বিশ্বভারতীর রবীন্দ্র সংগ্রহশালায়। ২০০৪ সালের মার্চে এটি চুরি হয়ে যায় শান্তিনিকেতন থেকে। সেখানে এখন রাখা হয়েছে নোবেল পদকের একটি রেপ্লিকা বা নকল।
No comments