সাকিব-তামিম সমতা
তামিম নাকি সাকিব? এ প্রতিবেদন লেখার সময় ম্যাচের ফলাফল বলার উপায় ছিল না। তবে নটিংহ্যামশায়ার বনাম উস্টারশায়ার ম্যাচে ব্যক্তিগত লড়াইয়ে থাকল সমতা। আগের ম্যাচে ৩৭ বলে ৪৭ রান করা তামিম কাল করেছেন ২৫ বলে ৩৫। ৩টি চার ছাড়াও মেরেছেন বল গ্যালারির ছাদে আটকে ফেলা এক ছক্কাও। ২২ রান দিয়ে এক উইকেট নেওয়া সাকিব ব্যাট হাতে ২২ বলে ২০ রান করেছেন। লং অফে ক্যাচটা নিয়েছেন তামিমই!
তামিমের ৩ চারের একটি সাকিবের বলেই। সাকিবের মুখোমুখি প্রথম বলটাই শূন্যে মেরে দিয়েছিলেন। ডিপ মিড উইকেটে ক্যাচটা জমাতে পারেননি মঈন আলী। উল্টো বল গড়িয়ে গড়িয়ে সীমানাছাড়া। শেষ পর্যন্ত মঈনের বলেই স্টাম্পিংয়ের ফাঁদে তামিম। অবশ্য ওপেনিং জুটিতে এনে দিয়েছেন ৬৯ রান। শেষ বলে অলআউট হওয়া নটিংহ্যামশায়ার তোলে ১৫২ রান। জবাবে শেষ চার ওভারে ৩৬ রান দরকার ছিল উস্টারের, হাতে ৭ উইকেট।
তামিমের ৩ চারের একটি সাকিবের বলেই। সাকিবের মুখোমুখি প্রথম বলটাই শূন্যে মেরে দিয়েছিলেন। ডিপ মিড উইকেটে ক্যাচটা জমাতে পারেননি মঈন আলী। উল্টো বল গড়িয়ে গড়িয়ে সীমানাছাড়া। শেষ পর্যন্ত মঈনের বলেই স্টাম্পিংয়ের ফাঁদে তামিম। অবশ্য ওপেনিং জুটিতে এনে দিয়েছেন ৬৯ রান। শেষ বলে অলআউট হওয়া নটিংহ্যামশায়ার তোলে ১৫২ রান। জবাবে শেষ চার ওভারে ৩৬ রান দরকার ছিল উস্টারের, হাতে ৭ উইকেট।
No comments