অন্ধ্র প্রদেশে বনেধর দ্বিতীয় দিনেও জনজীবন বিপর্যস্ত
ভারতের অন্ধ্র প্রদেশে তেলেঙ্গানাকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে ৪৮ ঘণ্টা বনেধর দ্বিতীয় দিনে গতকাল বুধবারও ওই অঞ্চলের ১০টি জেলার জীবনযাত্রা ব্যাহত হয়। প্রদেশের রাজধানী হায়দরাবাদসহ বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ কার্যত অচল থাকে।
শিক্ষাপ্রতিষ্ঠান, দোকাটপাট, পেট্রল পাম্পসহ অন্যান্য প্রতিষ্ঠান গতকালও বন্ধ থাকে। বাস চলেনি। সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেট কারই ছিল সড়কপথে যাতায়াতের একমাত্র ভরসা। অন্ধ্র প্রদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (এপিএসআরটিসি) নিরাপত্তাহীনতার আশঙ্কা করে বন্ধ্ চলাকালে তাদের সেবা কার্যক্রম বন্ধ রাখে। এ ছাড়া যাত্রীবাহী ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। রাজ্যের সরকারি প্রতিষ্ঠানগুলোতে গতকাল হাতেগোনা কর্মকর্তা-কর্মচারী কাজে যোগ দেন।
অন্ধ্র প্রদেশের ২৩টি জেলা থেকে ১০টি নিয়ে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের দাবিতে তেলেঙ্গানা জয়েন্ট অ্যাকশন কমিটি (জেএসি) গত মঙ্গলবার এ বন্ধ্ শুরু করে।
একই দাবিতে গত সোমবার অন্ধ্র প্রদেশ বিধানসভার ৭২ জন সদস্য পদত্যাগ করেন। তাঁদের মধ্যে ১১ জন মন্ত্রী রয়েছেন। পদত্যাগী বিধায়কদের মধ্যে ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস থেকে নির্বাচিত সদস্যও আছেন।
শিক্ষাপ্রতিষ্ঠান, দোকাটপাট, পেট্রল পাম্পসহ অন্যান্য প্রতিষ্ঠান গতকালও বন্ধ থাকে। বাস চলেনি। সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেট কারই ছিল সড়কপথে যাতায়াতের একমাত্র ভরসা। অন্ধ্র প্রদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (এপিএসআরটিসি) নিরাপত্তাহীনতার আশঙ্কা করে বন্ধ্ চলাকালে তাদের সেবা কার্যক্রম বন্ধ রাখে। এ ছাড়া যাত্রীবাহী ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। রাজ্যের সরকারি প্রতিষ্ঠানগুলোতে গতকাল হাতেগোনা কর্মকর্তা-কর্মচারী কাজে যোগ দেন।
অন্ধ্র প্রদেশের ২৩টি জেলা থেকে ১০টি নিয়ে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের দাবিতে তেলেঙ্গানা জয়েন্ট অ্যাকশন কমিটি (জেএসি) গত মঙ্গলবার এ বন্ধ্ শুরু করে।
একই দাবিতে গত সোমবার অন্ধ্র প্রদেশ বিধানসভার ৭২ জন সদস্য পদত্যাগ করেন। তাঁদের মধ্যে ১১ জন মন্ত্রী রয়েছেন। পদত্যাগী বিধায়কদের মধ্যে ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস থেকে নির্বাচিত সদস্যও আছেন।
No comments