শুরুতেই বিপর্যয় উইন্ডিজের
পূর্বাভাস ছিল বৃষ্টির। কিন্তু সকাল থেকেই ডমিনিকার আকাশ মেঘমুক্ত, ঝকঝকে রোদ। ১০৬তম টেস্ট ভেন্যু হিসেবে উইন্ডসর পার্কের যাত্রা তাই নির্ধারিত সময়েই হয়েছে। বাউন্সি উইকেট আর সকালের আর্দ্রতা—টস জিতে ফিল্ডিং নিতে খুব একটা ভাবতে হয়নি মহেন্দ্র সিং ধোনিকে। পেসাররা প্রত্যাশিত সূচনাও এনে দিয়েছেন ভারত অধিনায়ককে। প্রথম তিন ব্যাটসম্যানকে দ্রুতই হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর লাঞ্চ বিরতির তিন ওভার পরই পূর্বাভাসকে সঠিক প্রমাণ করে বৃষ্টির আগমন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত খেলা আর শুরু হয়নি। সেই পর্যন্ত ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে রান হয়েছে ৭৫।
কাইরান পাওয়েল ও কার্ক এডওয়ার্ডস কারও অভিষেকই সুখকর হয়নি। প্রাভিন কুমারের আউট সুইংয়ে স্লিপে লক্ষ্মণের হাতে ধরা পড়েছেন ওপেনার পাওয়েল (৩)। ইশান্ত শর্মার বাউন্সার ফিরিয়েছে ওয়ান ডাউনে নামা এডওয়ার্ডসকে (৬)। ইশান্তকেই পুল করতে গিয়ে বল স্টাম্পে টেনে এনেছেন আরেক ওপেনার বারাথ (১২)। ড্যারেন ব্রাভোর (২২) সঙ্গে উইকেটে ছিলেন ১৩৩তম টেস্ট খেলতে নামা শিবনারায়ণ চন্দরপল (১৭)। কোর্টনি ওয়ালশকে (১৩২) ছাড়িয়ে উইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড এখন তাঁর।
কাইরান পাওয়েল ও কার্ক এডওয়ার্ডস কারও অভিষেকই সুখকর হয়নি। প্রাভিন কুমারের আউট সুইংয়ে স্লিপে লক্ষ্মণের হাতে ধরা পড়েছেন ওপেনার পাওয়েল (৩)। ইশান্ত শর্মার বাউন্সার ফিরিয়েছে ওয়ান ডাউনে নামা এডওয়ার্ডসকে (৬)। ইশান্তকেই পুল করতে গিয়ে বল স্টাম্পে টেনে এনেছেন আরেক ওপেনার বারাথ (১২)। ড্যারেন ব্রাভোর (২২) সঙ্গে উইকেটে ছিলেন ১৩৩তম টেস্ট খেলতে নামা শিবনারায়ণ চন্দরপল (১৭)। কোর্টনি ওয়ালশকে (১৩২) ছাড়িয়ে উইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড এখন তাঁর।
No comments