জাতীয় মহিলা ফুটবল
নুবাই চিং মারমার একমাত্র গোলে জাতীয় মহিলা ফুটবলের চূড়ান্ত পর্বে কাল বাংলাদেশ আনসার হারিয়েছে যশোরকে। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠল আনসার, হেরেও গ্রুপ রানার্সআপ হিসেবে সঙ্গী যশোর। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অন্য ম্যাচে গাইবান্ধা ৫-২ গোলে হারিয়েছে কিশোরগঞ্জকে। বেলী ও মিতু করেছেন দুটি করে গোল। অন্যটি তিথির।
No comments