ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা অস্ট্রেলিয়ার
আগামী আগস্টে শ্রীলঙ্কাতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়া। সে লক্ষ্যে আজ বুধবার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে। যথারীতি ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন মাইকেল ক্লার্ক, টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন ক্যামেরন হোয়াইট। টেস্ট দল ঘোষণা করা হবে আরও কিছুদিন পরে।
ওয়ানডে দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, অ্যারন ফিনচ, ব্র্যাড হাডিন, জন হেস্টিংস, ডেভিড হাসি, মিচেল জনসন, ব্রেট লি, শন মার্শ, জেমস প্যাটিনসন, রিকি পন্টিং ও স্টিভেন স্মিথ।
টি-টোয়েন্টি দল: ক্যামেরন হোয়াইট (অধিনায়ক), শেন ওয়াটসন, অ্যারন ফিনচ, ব্র্যাড হাডিন, জন হেস্টিংস, ডেভিড হাসি, মিচেল জনসন, ব্রেট লি, শন মার্শ, স্টিভেন ও’ক্যাফি, জেমস প্যাটিনসন, স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার।
ওয়ানডে দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, অ্যারন ফিনচ, ব্র্যাড হাডিন, জন হেস্টিংস, ডেভিড হাসি, মিচেল জনসন, ব্রেট লি, শন মার্শ, জেমস প্যাটিনসন, রিকি পন্টিং ও স্টিভেন স্মিথ।
টি-টোয়েন্টি দল: ক্যামেরন হোয়াইট (অধিনায়ক), শেন ওয়াটসন, অ্যারন ফিনচ, ব্র্যাড হাডিন, জন হেস্টিংস, ডেভিড হাসি, মিচেল জনসন, ব্রেট লি, শন মার্শ, স্টিভেন ও’ক্যাফি, জেমস প্যাটিনসন, স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার।
No comments