হরতালের দ্বিতীয় দিনেও পুঁজিবাজার চাঙা

বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে চাঙাভাব দেখা গেছে। গত দুই দিনের ধারাবাহিকতায় আজও দুই স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বেড়েছে।
আজ বেলা ১১টায় ২১৭টি ব্রোকারেজ হাউসের মধ্যে ২১৬টি হাউস ডিএসইর ট্রেড সার্ভারে লগইন করায় যথাসময়ে লেনদেন শুরু হয় বলে ডিএসই সূত্রে জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬৮.৪৭ পয়েন্ট বেড়ে ৬,৩১১.৮০ পয়েন্ট দাঁড়ায়। ডিএসইতে আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে।
ডিএসইতে হাতবদল হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৯২টি প্রতিষ্ঠানের দাম। কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এ দিকে স্টক এক্সচেঞ্জটিতে গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসইতে এক হাজার ৩৪৮ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে ১৯০ কোটি টাকা বেশি। এর আগে গত ২১ মার্চ এক হাজার ৫৯২ কোটি টাকার লেনদেন হয়।
খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ ব্যাংকিং, সিমেন্ট, প্রকৌশল, অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, জ্বালানি, বিমা, বস্ত্র ও টেলিযোগাযোগ খাতে চাঙাভাব দেখা গেছে। ব্যাংকিং খাতের ৩০টির মধ্যে ২৭টির দাম বাড়ে আজ। এ ছাড়া অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে সবকটির ১৮টির, সিমেন্ট খাতের ছয়টির মধ্যে সবকটির, জ্বালানি খাতের ১৩টির মধ্যে নয়টির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৩৭টির, বস্ত্র খাতের ২৫টির মধ্যে ১৯টির ও টেলিযোগাযোগ খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের দাম বাড়ে।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, ওয়ান ব্যাংক, এমআই সিমেন্ট, বেক্সটেক্স, ইউসিবিএল, এমজেএল বাংলাদেশ লিমিটেড, সিটি ব্যাংক, ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন ও আফতাব অটো।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৫৫.৮৬ পয়েন্ট বেড়ে ১৭৭২২.৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৪টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ১৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩০ কোটি টাকা বেশি।

No comments

Powered by Blogger.