নেপালে দালাই লামার জন্মদিনের অনুষ্ঠানে যেতে বাধা

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার ৭৬তম জন্মদিন উদ্যাপনকালে গতকাল বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে দাঙ্গাপুলিশ নির্বাসিত তিন তিব্বতিকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া শত শত লোককে জন্মদিনের অনুষ্ঠানে যেতে বাধা দিয়েছে পুলিশ।
চীনের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা দেশ নেপালে প্রায় ২০ হাজার তিব্বতি নির্বাসিত জীবন যাপন করছে। তবে বেইজিংয়ের চাপের কারণে নেপালের সরকার তিব্বতিদের কর্মকাণ্ডের বিরদ্ধে ক্রমেই কঠোর অবস্থান নিচ্ছে।
কাঠমান্ডু পুলিশের মুখপাত্র ধিরাজ প্রতাপ সিং বলেন, ‘আমরা প্রতিবেশী দেশ চীনের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড বরদাশত করব না।’ তিনি বলেন, ‘তিব্বতিরা ব্যক্তিগতভাবে তাদের নেতার জন্মদিন উদ্যাপন করতে পারে। তবে প্রকাশ্যে দালাই লামার জন্মদিনের অনুষ্ঠান নিষিদ্ধ।’
গতকাল কাঠমান্ডুর উপকণ্ঠে নমোগ্যাল স্কুলে আয়োজিত দালাই লামার জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পরিকল্পনা করেন নির্বাসিত কয়েক শ তিব্বতি। তাদেরই একজন শেরিং নাইমা বলেন, ‘নারী, শিশু ও বয়স্কসহ আমরা জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করেছি। তবে ওই স্কুলে আমাদের ঢুকতে দেওয়া হয়নি।’
বর্তমানে দালাই লামা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন।

No comments

Powered by Blogger.