৭৬টি উপহারসামগ্রী নিয়েছেন টনি ব্লেয়ার
তিন বছর আগে ১০ ডাউনিং স্ট্রিট ছাড়ার সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সঙ্গে করে ৭৬টি উপহারসামগ্রী নিয়ে গেছেন। এর মধ্যে ছিল ১২টি দামি ঘড়ি ও তিনটি ইলেকট্রিক গিটার।
সম্প্রতি দ্য সানডে এক্সপ্রেস পত্রিকায় এই উপহারসামগ্রীর তালিকা প্রকাশ করা হয়।
আগেই জানা গিয়েছিল, প্রধানমন্ত্রী ব্লেয়ার ২২টি উপহারসামগ্রী নিজের কাছে রেখেছিলেন। তার মধ্যে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির দেওয়া দুটি ৩৫০ পাউন্ড দামের ঘড়িও ছিল। প্রতিটি ঘড়ির জন্য ২০০ পাউন্ড করে দিয়েছিলেন ব্লেয়ার।
নতুন প্রকাশিত তালিকায় আরও ৫৪টি উপহারসামগ্রী সংযুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে আরও ১২টি হাতঘড়ি। এ ১২টি হাতঘড়ির মধ্যে নয়টিই দিয়েছেন বার্লুসকোনি। নতুন প্রকাশিত তালিকায় তিনটি ইলেকট্রিক গিটারও রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ তিনটি গিটারের মধ্যে একটি দিয়েছে গিটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফেন্ডার, একটি গিটার দিয়েছেন কানাডার গায়ক ব্রায়ান অ্যাডামস এবং তৃতীয় গিটারটি দেন ইউ টুর বোনো।
এ ছাড়া ইয়েমেন, ওমান ও বাহরাইনের কর্মকর্তাদের কাছ থেকে ব্লেয়ার স্বর্ণালংকার, ফুলদানি, কম্বল ও ছুরি উপহার পেয়েছেন।
অতিথি কিংবা সফররত কোনো রাষ্ট্রপ্রধানের দেওয়া উপহারসামগ্রী ব্রিটেনে সরকারি সম্পত্তি হিসেবে বিবেচিত হয়।
তবে ১৪০ পাউন্ডের চেয়ে কম দামি উপহারসামগ্রী মন্ত্রীরা ইচ্ছা করলে রেখে দিতে পারেন। এর চেয়ে বেশি দামি হলে সেগুলো কিনে নিতে পারবেন তাঁরা।
সম্প্রতি দ্য সানডে এক্সপ্রেস পত্রিকায় এই উপহারসামগ্রীর তালিকা প্রকাশ করা হয়।
আগেই জানা গিয়েছিল, প্রধানমন্ত্রী ব্লেয়ার ২২টি উপহারসামগ্রী নিজের কাছে রেখেছিলেন। তার মধ্যে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির দেওয়া দুটি ৩৫০ পাউন্ড দামের ঘড়িও ছিল। প্রতিটি ঘড়ির জন্য ২০০ পাউন্ড করে দিয়েছিলেন ব্লেয়ার।
নতুন প্রকাশিত তালিকায় আরও ৫৪টি উপহারসামগ্রী সংযুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে আরও ১২টি হাতঘড়ি। এ ১২টি হাতঘড়ির মধ্যে নয়টিই দিয়েছেন বার্লুসকোনি। নতুন প্রকাশিত তালিকায় তিনটি ইলেকট্রিক গিটারও রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ তিনটি গিটারের মধ্যে একটি দিয়েছে গিটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফেন্ডার, একটি গিটার দিয়েছেন কানাডার গায়ক ব্রায়ান অ্যাডামস এবং তৃতীয় গিটারটি দেন ইউ টুর বোনো।
এ ছাড়া ইয়েমেন, ওমান ও বাহরাইনের কর্মকর্তাদের কাছ থেকে ব্লেয়ার স্বর্ণালংকার, ফুলদানি, কম্বল ও ছুরি উপহার পেয়েছেন।
অতিথি কিংবা সফররত কোনো রাষ্ট্রপ্রধানের দেওয়া উপহারসামগ্রী ব্রিটেনে সরকারি সম্পত্তি হিসেবে বিবেচিত হয়।
তবে ১৪০ পাউন্ডের চেয়ে কম দামি উপহারসামগ্রী মন্ত্রীরা ইচ্ছা করলে রেখে দিতে পারেন। এর চেয়ে বেশি দামি হলে সেগুলো কিনে নিতে পারবেন তাঁরা।
No comments