ফ্র্যাক্টাল জ্যামিতির জনক মাদেলব্রর জীবনাবসান
ফ্র্যাক্টাল জ্যামিতির জনক বেনোই বি মাদেলব্র আর নেই। বিশ্বখ্যাত এই গণিতবিদ গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তাঁর পরিবার এ তথ্য জানিয়েছে।
ফ্র্যাক্টাল জ্যামিতির সাহায্যে মেঘ ও উপকূলরেখা পরিমাপ করা হয়। মাদেলব্র এ পদ্ধতি আবিষ্কারের আগে মনে করা হতো, মেঘ ও উপকূলরেখা পরিমাপ করা অসম্ভব। এ সংক্রান্ত তাঁর লেখা বই দ্য ফ্র্যাক্টাল জিওমেট্রি অব নেচার ১৯৮২ সালে প্রকাশিত হয়।
মাদেলব্র পোল্যান্ডে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে নাৎসিদের ভয়ে তাঁর পরিবার প্যারিসে চলে যায়। তখন তাঁর বয়স ছিল মাত্র ১১ বছর। পরে তিনি পড়াশোনা করেন ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে। তিনি ১৯৫২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে ইয়েল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তিনি।
ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি মাদেলব্রর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, একজন শক্তিশালী মনের মানুষ ছিলেন মাদেলব্র। তিনি কখনোই উদ্ভাবনী পথ থেকে নিজেকে গুটিয়ে নেননি। হেলথ জ্যাকেল ডটকম।
ফ্র্যাক্টাল জ্যামিতির সাহায্যে মেঘ ও উপকূলরেখা পরিমাপ করা হয়। মাদেলব্র এ পদ্ধতি আবিষ্কারের আগে মনে করা হতো, মেঘ ও উপকূলরেখা পরিমাপ করা অসম্ভব। এ সংক্রান্ত তাঁর লেখা বই দ্য ফ্র্যাক্টাল জিওমেট্রি অব নেচার ১৯৮২ সালে প্রকাশিত হয়।
মাদেলব্র পোল্যান্ডে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে নাৎসিদের ভয়ে তাঁর পরিবার প্যারিসে চলে যায়। তখন তাঁর বয়স ছিল মাত্র ১১ বছর। পরে তিনি পড়াশোনা করেন ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে। তিনি ১৯৫২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে ইয়েল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তিনি।
ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি মাদেলব্রর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, একজন শক্তিশালী মনের মানুষ ছিলেন মাদেলব্র। তিনি কখনোই উদ্ভাবনী পথ থেকে নিজেকে গুটিয়ে নেননি। হেলথ জ্যাকেল ডটকম।
No comments