কাল বাজারে আসছে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন কাল সোমবার শুরু হবে। ‘এ’ ক্যাটাগরির এই মিউচুয়াল ফান্ডটির ট্রেডিং কোড "POPULAR1MF" ও ডিএসই কোম্পানি কোড #১২১৮০। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আকার ২০০ কোটি টাকা, যা ১০ টাকা অভিহিত মূল্যের ২০ কোটি ইউনিটে বিভক্ত। এই মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা শেয়ারবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ফান্ডটিতে উদ্যোক্তার অংশ ১০ শতাংশ বা ২০ কোটি টাকা। ৮০ কোটি টাকা মূল্যের আট কোটি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে। ফান্ডটি ১০ কোটি ইউনিট বিক্রি করার মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে বাকি ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। গত ১৯ জুন বাজারে আসার ব্যাপারে এসইসির অনুমোদন পায় ফান্ডটি।
পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আকার ২০০ কোটি টাকা, যা ১০ টাকা অভিহিত মূল্যের ২০ কোটি ইউনিটে বিভক্ত। এই মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা শেয়ারবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ফান্ডটিতে উদ্যোক্তার অংশ ১০ শতাংশ বা ২০ কোটি টাকা। ৮০ কোটি টাকা মূল্যের আট কোটি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে। ফান্ডটি ১০ কোটি ইউনিট বিক্রি করার মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে বাকি ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। গত ১৯ জুন বাজারে আসার ব্যাপারে এসইসির অনুমোদন পায় ফান্ডটি।
No comments