পাঁচটি কবিতা' by অবনি অনার্য
গণিতশাস্ত্র : + - x -:-
যোগব্যায়াম তো নিয়মমাফিক করো, নাস্তা করি জলযোগেতে রোজ
যোগনিদ্রায় স্বপ্ন দেখো কারে, ভাবনা করি এইমতো ফি-রোজ
যোগভঙ্গ কাহার যোগসাজশে, যোগমায়াগো যোগ্য আমি নই
যোগসাধনে নগ্ন হয়ে বসো, দিচ্ছি কথা স্পর্শিবো না, সই
বিয়োগান্ত নাটক কতো আর, জলবিয়োগ হররোজই তো ঘটে
বউ-বিয়োগে কান্না কেন আসে, পরনারী ক্ষেত্রে কথা রটে
গুণ করা তো জন্মগত তোর, খুন করাও স্বভাবজাত, নারী
পাজামায় যে গুণ সেঁটেছ তুমি, সে-গুণ ধরে টানবে এ-গুনারি
গুণবতীর গুণমুগ্ধ আমি, গুণহীনের একটাই তো গুণ
গুণানুরাগ আছে একজনেরই, বঙ্গে তিনি নির্মলেন্দু গুণ
হতে পারিস মহাজনের বউ, ভাগরা নিছি শাস্ত্রমতে, সতী
তেভাগা আইনে ভাগ নেবো রে ঠিকই, ভাগীরথীর কসম ভগ-বতী
০৩/০৫/০৫
-----------------------------
ওঁর সাথে আ(ই)ল ঠেলাঠেলি
ত্যাঁড়ামি করিলে কিন্তু অক্ষরবৃত্তে চিত্তর করিব
অযথা ঘাঁটাও আর আ(ই)ল ঠেলাঠেলি কর ক্যান
ফজরে যাবার কালে বাম থিকা আলে লাথি মারো
আমার খেতের আল ডানদিকে সরে কিঞ্চিৎ
দুইদিক থিকা ক্রস কর মুখে নাই বাতচিৎ
আচারে গলদ নাই, ভাবটা য্যান ‘কিছুই জানি না’
পাগল ঠাউরাইছ, না? বুঝি নাই ভাইবা চোখ ঠারো
আর তামামদুনিয়া রাষ্ট্র কর—বোকা বানাইছি
গিয়া দেখ একখান লাথি আমি ডান থেকে দিছি
তোমার একদিন কি আমার যে-কয়দিন লাগে
তোমার থালাত্ ধান আমার জুটলো তুষ ভাগে
ওসব মানি না আজ বকেয়া নগদ বুঝে নেবো
বিপরীত দ্বৈতচোটে আল আছে সাবেকি সে-হালে
মাবুদ নিকটে আছে রেষারেষি মিছাই খেয়ালে।
২৫/০৯/০৪
------------------------------------------
রিটায়ার্ড পোয়েটস
বহু কসরত করে হজরত কবিগণ
টায়ার্ড হইয়া, তবু না ছাড়েন বনলতা
তারপর তোফা বিশ্রাম নিয়া রি-টায়ার্ড
শ্রমে কাজ নাই, তাই শ্রম ছেড়ে আশ্রমে
মাঝে মাঝে নাম দেখা যায় থার্ড ব্র্যাকেটে
নতুন কবিগো সনদ আছে রে পকেটে
ব্যর্থ যাহারা অহমিকা তাগো অতি হাই
আমারে আপনে না চেনেন তাতে ক্ষতি নাই
০২/১০/০৫
------------------------------------------------
পরস্ত্রীকাতরতা
প্রেমের দোহাই দিয়া জারি করা হৈলো অধ্যাদেশ
এবার বেকার হবে নিরাকার—বঙ্গদেশ নিজপায়ে খাড়াবে
ভাবটা এমন যেন এতোদিন আর কারো পায়ে
ভর দিয়া কোনোমতে ঝুইলা ছিলো ডব্লুবি কি এডিবি-সুতায়
এমন মিহিনসুতা এ-বঙ্গে আর কোনো বোনা হয় নাই
তিনাগো কাঁথার কিবা কথার জালেতে
আমাগো নীতির যারা নির্ধারণকারী
বানায়া বইসা আছে গোড়াঢাকা জোব্বা একখান—
এতো বড়ো জোব্বা যে বানাইছেন যাদু মোতার ব্যবস্থা রাইখছেন তো
চামড়া শাদা বাবাগণ পারমাণবিকখাতে বড় বেশি পটু
কেননা তেনারা অতি পরামানবিক
তিনাগোর স্ত্রীরা ইস্ত্রিকরা তোলাশাড়ি
পরনারী প্রতি তাগো অতিদুর্বলতা
পৃথিবীর কোন এক অজপাড়া ফুলবাড়িও পায় না রেহাই
মাটিতে লুকিয়ে থাকা কয়লা নিয়া কতো আর ধানাইপানাই
আসেন, আমাগো চামড়া দিয়া অতএব আমরা তিনাদের পাম-শু বানাই
৯/১১/০৭
---------------------------------------------
ক্যাটওয়াক
(লেড়েচেড়ে লেড়েচেড়ে এখন বুইলচে লেবে না)
লাল হলো চোখ ব্যাকটেরিয়া কি ফাংগাসে
কম বিপদে কি বিড়াল উঠেছে ভাং গাছে!
নজর রাখছে চার পায়ে বিড়ালাক্ষী
পাশে বসে এই ঘটনার আমি সাক্ষী
(হোয়াট ইজ মাইন্ড?—নো ম্যাটার; হোয়াট ইজ ম্যাটার?—নেভার মাইন্ড।)
লিপস্টিকের দাগ লেগে গায়ে তন্দুরির
প্রেমসংকুল ঘনায় রজনী শারদ
বিড়ালের হাঁটা মাপকাঠি হবে সুন্দরীর
এমনটা ভেবেছিল কি প্রাণিবিশারদ!
২৪/১২/০৫
==================================
অবনি অনার্য
কবি
জন্ম : নোয়াখালি, ৩১/৭/১৯৮০
পড়াশোনা: চিকিৎসাশাস্ত্রে স্নাতকোত্তর।
প্রকাশিত বই
১. লঘুচালে চোরাবালি খেলা; কাব্যগ্রন্থ; ২০০৪; অন্ত্যজ, ঢাকা।
URL: www.geocities.com/sristi_mag/ebook/auboni/index.html
২. উন্মাদ; খালিল জিবরানের দ্য ম্যাডম্যান-এর অনুবাদ; বইমেলা ২০০৬; ইত্যাদি প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।
৩. জেগে উঠছে ইরান, শিরিন এবাদি’র ইরান অ্যাওয়াকনিং-এর অনুবাদ; বইমেলা ২০০৭; সন্দেশ প্রকাশনী, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।
৪. সরস সতী; কাব্যগ্রন্থ; বইমেলা ২০০৮; সন্দেশ প্রকাশনী, বইপাড়া, ১৬ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।
৫. চে স্মৃতিকথা; ফিদেল কাস্ত্রোর চে: আ মেমোয়ার-এর অনুবাদ; বইমেলা ২০০৮; সন্দেশ প্রকাশনী, বইপাড়া, ১৬ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।
৬. আমার ক্ষোভ আমার অহংকার; ওরিয়ানা ফাল্লাচির দ্য রেইজ অ্যান্ড দ্য প্রাইড-এর অনুবাদ; বইমেলা ২০০৮; সন্দেশ প্রকাশনী, বইপাড়া, ১৬ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।
৭. কবিসঙ্গ অনুষঙ্গ; মুক্তগদ্য; জুলাই ২০০৮; যেহেতু বর্ষা, ২৭৫/জি ধানমণ্ডি ২৭, ঢাকা।
৮. WOMB TO-LET; দ্বিভাষিক কাব্যসংকলন; জুলাই ২০০৯; ঢাকা।
৯. আমাদের আর তাহাদের আমেরিকা; একুশে বইমেলা ২০১০; সন্দেশ; বইপাড়া, ১৬ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।
১০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (প্রা.) লি.; কাব্যগ্রন্থ; একুশে বইমেলা ২০১০; সন্দেশ; বইপাড়া, ১৬ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।
সম্পাদিত পত্রিকা
করুল, ২০০৫-
ই-মেইল: aunarjo@gmail.com
==============================
bdnews24 এর সৌজন্যে
লেখকঃ অবনি অনার্য
এই কবিতা'টি পড়া হয়েছে...
যোগব্যায়াম তো নিয়মমাফিক করো, নাস্তা করি জলযোগেতে রোজ
যোগনিদ্রায় স্বপ্ন দেখো কারে, ভাবনা করি এইমতো ফি-রোজ
যোগভঙ্গ কাহার যোগসাজশে, যোগমায়াগো যোগ্য আমি নই
যোগসাধনে নগ্ন হয়ে বসো, দিচ্ছি কথা স্পর্শিবো না, সই
বিয়োগান্ত নাটক কতো আর, জলবিয়োগ হররোজই তো ঘটে
বউ-বিয়োগে কান্না কেন আসে, পরনারী ক্ষেত্রে কথা রটে
গুণ করা তো জন্মগত তোর, খুন করাও স্বভাবজাত, নারী
পাজামায় যে গুণ সেঁটেছ তুমি, সে-গুণ ধরে টানবে এ-গুনারি
গুণবতীর গুণমুগ্ধ আমি, গুণহীনের একটাই তো গুণ
গুণানুরাগ আছে একজনেরই, বঙ্গে তিনি নির্মলেন্দু গুণ
হতে পারিস মহাজনের বউ, ভাগরা নিছি শাস্ত্রমতে, সতী
তেভাগা আইনে ভাগ নেবো রে ঠিকই, ভাগীরথীর কসম ভগ-বতী
০৩/০৫/০৫
-----------------------------
ওঁর সাথে আ(ই)ল ঠেলাঠেলি
ত্যাঁড়ামি করিলে কিন্তু অক্ষরবৃত্তে চিত্তর করিব
অযথা ঘাঁটাও আর আ(ই)ল ঠেলাঠেলি কর ক্যান
ফজরে যাবার কালে বাম থিকা আলে লাথি মারো
আমার খেতের আল ডানদিকে সরে কিঞ্চিৎ
দুইদিক থিকা ক্রস কর মুখে নাই বাতচিৎ
আচারে গলদ নাই, ভাবটা য্যান ‘কিছুই জানি না’
পাগল ঠাউরাইছ, না? বুঝি নাই ভাইবা চোখ ঠারো
আর তামামদুনিয়া রাষ্ট্র কর—বোকা বানাইছি
গিয়া দেখ একখান লাথি আমি ডান থেকে দিছি
তোমার একদিন কি আমার যে-কয়দিন লাগে
তোমার থালাত্ ধান আমার জুটলো তুষ ভাগে
ওসব মানি না আজ বকেয়া নগদ বুঝে নেবো
বিপরীত দ্বৈতচোটে আল আছে সাবেকি সে-হালে
মাবুদ নিকটে আছে রেষারেষি মিছাই খেয়ালে।
২৫/০৯/০৪
------------------------------------------
রিটায়ার্ড পোয়েটস
বহু কসরত করে হজরত কবিগণ
টায়ার্ড হইয়া, তবু না ছাড়েন বনলতা
তারপর তোফা বিশ্রাম নিয়া রি-টায়ার্ড
শ্রমে কাজ নাই, তাই শ্রম ছেড়ে আশ্রমে
মাঝে মাঝে নাম দেখা যায় থার্ড ব্র্যাকেটে
নতুন কবিগো সনদ আছে রে পকেটে
ব্যর্থ যাহারা অহমিকা তাগো অতি হাই
আমারে আপনে না চেনেন তাতে ক্ষতি নাই
০২/১০/০৫
------------------------------------------------
পরস্ত্রীকাতরতা
প্রেমের দোহাই দিয়া জারি করা হৈলো অধ্যাদেশ
এবার বেকার হবে নিরাকার—বঙ্গদেশ নিজপায়ে খাড়াবে
ভাবটা এমন যেন এতোদিন আর কারো পায়ে
ভর দিয়া কোনোমতে ঝুইলা ছিলো ডব্লুবি কি এডিবি-সুতায়
এমন মিহিনসুতা এ-বঙ্গে আর কোনো বোনা হয় নাই
তিনাগো কাঁথার কিবা কথার জালেতে
আমাগো নীতির যারা নির্ধারণকারী
বানায়া বইসা আছে গোড়াঢাকা জোব্বা একখান—
এতো বড়ো জোব্বা যে বানাইছেন যাদু মোতার ব্যবস্থা রাইখছেন তো
চামড়া শাদা বাবাগণ পারমাণবিকখাতে বড় বেশি পটু
কেননা তেনারা অতি পরামানবিক
তিনাগোর স্ত্রীরা ইস্ত্রিকরা তোলাশাড়ি
পরনারী প্রতি তাগো অতিদুর্বলতা
পৃথিবীর কোন এক অজপাড়া ফুলবাড়িও পায় না রেহাই
মাটিতে লুকিয়ে থাকা কয়লা নিয়া কতো আর ধানাইপানাই
আসেন, আমাগো চামড়া দিয়া অতএব আমরা তিনাদের পাম-শু বানাই
৯/১১/০৭
---------------------------------------------
ক্যাটওয়াক
(লেড়েচেড়ে লেড়েচেড়ে এখন বুইলচে লেবে না)
লাল হলো চোখ ব্যাকটেরিয়া কি ফাংগাসে
কম বিপদে কি বিড়াল উঠেছে ভাং গাছে!
নজর রাখছে চার পায়ে বিড়ালাক্ষী
পাশে বসে এই ঘটনার আমি সাক্ষী
(হোয়াট ইজ মাইন্ড?—নো ম্যাটার; হোয়াট ইজ ম্যাটার?—নেভার মাইন্ড।)
লিপস্টিকের দাগ লেগে গায়ে তন্দুরির
প্রেমসংকুল ঘনায় রজনী শারদ
বিড়ালের হাঁটা মাপকাঠি হবে সুন্দরীর
এমনটা ভেবেছিল কি প্রাণিবিশারদ!
২৪/১২/০৫
==================================
অবনি অনার্য
কবি
জন্ম : নোয়াখালি, ৩১/৭/১৯৮০
পড়াশোনা: চিকিৎসাশাস্ত্রে স্নাতকোত্তর।
প্রকাশিত বই
১. লঘুচালে চোরাবালি খেলা; কাব্যগ্রন্থ; ২০০৪; অন্ত্যজ, ঢাকা।
URL: www.geocities.com/sristi_mag/ebook/auboni/index.html
২. উন্মাদ; খালিল জিবরানের দ্য ম্যাডম্যান-এর অনুবাদ; বইমেলা ২০০৬; ইত্যাদি প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।
৩. জেগে উঠছে ইরান, শিরিন এবাদি’র ইরান অ্যাওয়াকনিং-এর অনুবাদ; বইমেলা ২০০৭; সন্দেশ প্রকাশনী, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।
৪. সরস সতী; কাব্যগ্রন্থ; বইমেলা ২০০৮; সন্দেশ প্রকাশনী, বইপাড়া, ১৬ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।
৫. চে স্মৃতিকথা; ফিদেল কাস্ত্রোর চে: আ মেমোয়ার-এর অনুবাদ; বইমেলা ২০০৮; সন্দেশ প্রকাশনী, বইপাড়া, ১৬ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।
৬. আমার ক্ষোভ আমার অহংকার; ওরিয়ানা ফাল্লাচির দ্য রেইজ অ্যান্ড দ্য প্রাইড-এর অনুবাদ; বইমেলা ২০০৮; সন্দেশ প্রকাশনী, বইপাড়া, ১৬ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।
৭. কবিসঙ্গ অনুষঙ্গ; মুক্তগদ্য; জুলাই ২০০৮; যেহেতু বর্ষা, ২৭৫/জি ধানমণ্ডি ২৭, ঢাকা।
৮. WOMB TO-LET; দ্বিভাষিক কাব্যসংকলন; জুলাই ২০০৯; ঢাকা।
৯. আমাদের আর তাহাদের আমেরিকা; একুশে বইমেলা ২০১০; সন্দেশ; বইপাড়া, ১৬ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।
১০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (প্রা.) লি.; কাব্যগ্রন্থ; একুশে বইমেলা ২০১০; সন্দেশ; বইপাড়া, ১৬ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।
সম্পাদিত পত্রিকা
করুল, ২০০৫-
ই-মেইল: aunarjo@gmail.com
==============================
কবিতা- 'ছুটপালক' by সব্যসাচী সান্যাল গদ্য কবিতা- 'লীলা আমার বোন' by নান্নু মাহবুব কবিতা- 'উৎসর্গ' by অসীম সাহা তিনটি কবিতা' by বদরে মুনীর কবিতা- 'সেরগেই এসেনিন বলছে' by আবদুল মান্নান সৈয়দ কবিতা-মোহাম্মদ রফিক এর কপিলা থেকে ও অঙ্গীকার কবিতা- 'সেতু' by বায়েজীদ মাহবুব প্রবন্ধ- 'কাজী নজরুল:রবীন্দ্রনাথ ও জীবনানন্দের পার উপন্যাস- 'রৌরব' by লীসা গাজী »»» (পর্ব-এক) # (পর্ব-দুই) # (পর্ব-তিন) # (পর্ব-চার শেষ) গল্প- 'পান্নালালের বাস্তু' by সিউতি সবুর গল্প- 'গোপন কথাটি' by উম্মে মুসলিমা আহমদ ছফার অগ্রন্থিত রচনা কর্ণফুলীর ধারে আলোচনা- 'খানিক ছফানামা' by কামরুজ্জামান জাহাঙ্গীর প্রবন্ধ- অল্পবিদ্যা কংকরবোমা : 'ফ্রয়েড, এডোয়ার্ড স. প্রবন্ধ- 'তাদের সঙ্গে, তাদের এলাকায়' by আকিমুন রহম প্রবন্ধ- 'রবীন্দ্রনাথের ছোটগল্পে ও গদ্যে মুসলমানের. প্রবন্ধ- 'কবিতা, মানবজাতির মাতৃভাষা' by মাসুদ খান
bdnews24 এর সৌজন্যে
লেখকঃ অবনি অনার্য
এই কবিতা'টি পড়া হয়েছে...
No comments