পাকিস্তানে আসছেন দূত মেসি
এই সেদিন চীন পর্যন্ত এসে গেছেন। এবার আপনার বাড়ির আরও কাছে আসছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। ফক্স স্পোর্টস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ইউনিসেফের শুভেচ্ছাদূত মেসিকে সংস্থাটি যুদ্ধ, সন্ত্রাস, দুর্যোগকবলিত পাকিস্তান ও গাজায় পাঠাতে চায়।
ওয়েবসাইটে বলা হয়েছে, এই দুই জায়গায় বিপন্ন মানবতার পাশে শান্তির দূত হয়ে দাঁড়াবেন মেসি। যুদ্ধে বিপন্ন শিশুদের নিয়ে কাজ করবেন। ফক্স স্পোর্টসের দাবি অনুসারে, আগামী বছর জুলাইয়ের মাঝামাঝি মেসি এই সফরে বের হবেন। ওই সময় ইউরোপিয়ান ক্লাব ফুটবলে কোনো ব্যস্ততা থাকবে না, শেষ হয়ে যাবে কোপা আমেরিকাও। ফলে বার্সেলোনা তারকাকে ফাঁকাই পাবে ইউনিসেফ।
ইউনিসেফের সঙ্গে বার্সেলোনার সম্পর্ক অনেক পুরোনো। সেই সুবাদে মেসিও বৈশ্বিক এই সংস্থার নানা কাজের সঙ্গে জড়িত। এ বছরই মার্চ মাসে সম্পর্কটা আরও দৃঢ় হয়েছে। মেসিকে নিজেদের শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘের শিশুবিষয়ক এই সংস্থা। মাস কয়েক আগে ভূমিকম্প-বিধ্বস্ত হাইতিতেও ঘুরে এসেছেন তিনি।
ওয়েবসাইটে বলা হয়েছে, এই দুই জায়গায় বিপন্ন মানবতার পাশে শান্তির দূত হয়ে দাঁড়াবেন মেসি। যুদ্ধে বিপন্ন শিশুদের নিয়ে কাজ করবেন। ফক্স স্পোর্টসের দাবি অনুসারে, আগামী বছর জুলাইয়ের মাঝামাঝি মেসি এই সফরে বের হবেন। ওই সময় ইউরোপিয়ান ক্লাব ফুটবলে কোনো ব্যস্ততা থাকবে না, শেষ হয়ে যাবে কোপা আমেরিকাও। ফলে বার্সেলোনা তারকাকে ফাঁকাই পাবে ইউনিসেফ।
ইউনিসেফের সঙ্গে বার্সেলোনার সম্পর্ক অনেক পুরোনো। সেই সুবাদে মেসিও বৈশ্বিক এই সংস্থার নানা কাজের সঙ্গে জড়িত। এ বছরই মার্চ মাসে সম্পর্কটা আরও দৃঢ় হয়েছে। মেসিকে নিজেদের শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘের শিশুবিষয়ক এই সংস্থা। মাস কয়েক আগে ভূমিকম্প-বিধ্বস্ত হাইতিতেও ঘুরে এসেছেন তিনি।
No comments