ভারতসহ চার দেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য
টানা ১৯ বছরের বিরতির পর আবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দুই বছরের জন্য (২০১১-১২) অস্থায়ী সদস্যপদ পেয়েছে ভারত। গতকাল মঙ্গলবার সাধারণ পরিষদের সদস্যরাষ্ট্রগুলোর দেওয়া ভোটে জাপানকে পরাজিত করে ভারত এ সদস্যপদ লাভ করে। এ ছাড়া আরও তিনটি দেশ দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছে। দেশ তিনটি হলো জার্মানি, দক্ষিণ আফ্রিকা ও কলম্বিয়া।
১৯১টি সদস্যরাষ্ট্রের মধ্যে ভারত এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে ১৮৭টি দেশের সমর্থন পেয়েছে। ১৯৯২ সালের পর এই প্রথম ভারত আবার অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। ১৯৯৬ সালে এ নির্বাচনে ভারত জাপানের কাছে প্রায় ১০০ ভোটের ব্যবধানে হেরে যায়। তবে এ বছর জাপানকে হারাতে সক্ষম হয় ভারত।
আফ্রিকা অঞ্চল থেকে উগান্ডার স্থলাভিষিক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলো থেকে মেক্সিকোর স্থলাভিষিক্ত হয়েছে কলম্বিয়া। পশ্চিম ইউরোপ এবং অন্যান্য এলাকার প্রতিনিধি হিসেবে অস্ট্রেলিয়া ও তুরস্কের স্থলাভিষিক্ত হতে কানাডা, জার্মানি ও পর্তুগাল প্রতিদ্বন্দ্বিতা করছে।
আগামী বছর থেকে নবনির্বাচিত দেশগুলো পরবর্তী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।
১৯১টি সদস্যরাষ্ট্রের মধ্যে ভারত এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে ১৮৭টি দেশের সমর্থন পেয়েছে। ১৯৯২ সালের পর এই প্রথম ভারত আবার অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। ১৯৯৬ সালে এ নির্বাচনে ভারত জাপানের কাছে প্রায় ১০০ ভোটের ব্যবধানে হেরে যায়। তবে এ বছর জাপানকে হারাতে সক্ষম হয় ভারত।
আফ্রিকা অঞ্চল থেকে উগান্ডার স্থলাভিষিক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলো থেকে মেক্সিকোর স্থলাভিষিক্ত হয়েছে কলম্বিয়া। পশ্চিম ইউরোপ এবং অন্যান্য এলাকার প্রতিনিধি হিসেবে অস্ট্রেলিয়া ও তুরস্কের স্থলাভিষিক্ত হতে কানাডা, জার্মানি ও পর্তুগাল প্রতিদ্বন্দ্বিতা করছে।
আগামী বছর থেকে নবনির্বাচিত দেশগুলো পরবর্তী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।
No comments