বিমান দুর্ঘটনায় ইউকেআইপির এক প্রার্থী আহত
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ইউকে ইনডিপেন্ডেনস পার্টির (ইউকেআইপি) প্রার্থী নিগেল ফারেজ বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই এ দুর্ঘটনা ঘটে। তাঁর দল এ কথা জানায়। ফারেজ ইউরোপীয় পার্লামেন্টেরও একজন প্রভাবশালী সদস্য।
স্থানীয় সময় সাতটার কিছু পরে বিমানটি লন্ডনের নর্দাম্পটনশায়ার বিমানক্ষেত্রে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।
পার্টির একজন মুখপাত্র বলেন, নিগেল ফারেজকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তদন্তকারীরা বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন।
এদিকে ওই বিমানের পাইলটের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বিমান কেটে বের করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হয়। ইউকেআইপির মুখপাত্র আরও জানান, দল ফারেজকে নিয়ে খুবই উদ্বেগের মধ্যেরয়েছে।
পুলিশের একজন মুখপাত্র জানান, বিমানে মাত্র দুজন আরোহী ছিলেন। একজন হলেন বিমানচালক, অপরজন ফারেজ। তাঁরা উভয়েই এ দুর্ঘটনায় আহত হয়েছেন।
স্থানীয় সময় সাতটার কিছু পরে বিমানটি লন্ডনের নর্দাম্পটনশায়ার বিমানক্ষেত্রে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।
পার্টির একজন মুখপাত্র বলেন, নিগেল ফারেজকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তদন্তকারীরা বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন।
এদিকে ওই বিমানের পাইলটের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বিমান কেটে বের করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হয়। ইউকেআইপির মুখপাত্র আরও জানান, দল ফারেজকে নিয়ে খুবই উদ্বেগের মধ্যেরয়েছে।
পুলিশের একজন মুখপাত্র জানান, বিমানে মাত্র দুজন আরোহী ছিলেন। একজন হলেন বিমানচালক, অপরজন ফারেজ। তাঁরা উভয়েই এ দুর্ঘটনায় আহত হয়েছেন।
No comments