উইন্ডিজ ‘এ’ দলের জয় দিয়ে শুরু
দুই দলের জন্যই কন্ডিশনটা অপরিচিত। তার পরও দুই সপ্তাহ আগে ঢাকায় আসা দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের এদিক দিয়ে সুবিধাজনক অবস্থায় থাকার কথা তিন দিন আগে আসা ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের চেয়ে। কিন্তু কন্ডিশনের ‘সুবিধা’ তারা আর নিতে পারল কই? কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ত্রিপক্ষীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ১১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সামনে খুব বড় স্কোর দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’। কিন্তু ৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে তারা যে ২২৪ রান করেছে, দক্ষিণ আফ্রিকানদের ইনিংস থেমে গেছে তার ১১ রান আগে! ওপেনার ফন উইক ৮৯ বলে সর্বোচ্চ ৫১ রান করেছেন। ৭০ রানে ৩ উইকেট পড়ার পর দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রানের জুটিতেও সঙ্গী ফন উইক, চতুর্থ উইকেটে তাঁর সঙ্গী ছিলেন রায়ান বেইলি। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের অফ স্পিনার শেন শিলিংফোর্ড ২২ রানে নিয়েছেন ৪ উইকেট।
এর আগে সকালে ইনিংসের তৃতীয় বলেই ওপেনার জাস্টিন গুইলেনের উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। তবে আরেক ওপেনার ডোয়াইন স্মিথ (৩৯), ট্রেভিস ডাওলিন (৩৯), ক্রিক এডওয়ার্ডস (৪৯) ও চ্যাডউইক ওয়াল্টনের (৩১) সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত যে স্কোরটা দাঁড়াল, ক্যারিবিয়ানদের জেতার জন্য যথেষ্ট হলো সেটাই।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ‘এ’: ৪৯.৩ ওভারে ২২৪/৯ (এডওয়ার্ডস ৪৯, স্মিথ ৩৯, ডাওলিন ৩৯, শিলিংফোর্ড ৩১; ফিলান্ডার ২/৩২, শাবালালা ২/৩৬, বেইলি ২/৪০, হ্যারিস ২/৪৪, তোতসবে ২/৬৫)। দক্ষিণ আফ্রিকা ‘এ’: ৪৭.৫ ওভারে ২১৩ (ফন উইক ৫১, বেইলি ৩৫, ইনগ্রাম ২৯, মিলার ২৬)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ১১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শেন শিলিংফোর্ড।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সামনে খুব বড় স্কোর দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’। কিন্তু ৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে তারা যে ২২৪ রান করেছে, দক্ষিণ আফ্রিকানদের ইনিংস থেমে গেছে তার ১১ রান আগে! ওপেনার ফন উইক ৮৯ বলে সর্বোচ্চ ৫১ রান করেছেন। ৭০ রানে ৩ উইকেট পড়ার পর দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রানের জুটিতেও সঙ্গী ফন উইক, চতুর্থ উইকেটে তাঁর সঙ্গী ছিলেন রায়ান বেইলি। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের অফ স্পিনার শেন শিলিংফোর্ড ২২ রানে নিয়েছেন ৪ উইকেট।
এর আগে সকালে ইনিংসের তৃতীয় বলেই ওপেনার জাস্টিন গুইলেনের উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। তবে আরেক ওপেনার ডোয়াইন স্মিথ (৩৯), ট্রেভিস ডাওলিন (৩৯), ক্রিক এডওয়ার্ডস (৪৯) ও চ্যাডউইক ওয়াল্টনের (৩১) সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত যে স্কোরটা দাঁড়াল, ক্যারিবিয়ানদের জেতার জন্য যথেষ্ট হলো সেটাই।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ‘এ’: ৪৯.৩ ওভারে ২২৪/৯ (এডওয়ার্ডস ৪৯, স্মিথ ৩৯, ডাওলিন ৩৯, শিলিংফোর্ড ৩১; ফিলান্ডার ২/৩২, শাবালালা ২/৩৬, বেইলি ২/৪০, হ্যারিস ২/৪৪, তোতসবে ২/৬৫)। দক্ষিণ আফ্রিকা ‘এ’: ৪৭.৫ ওভারে ২১৩ (ফন উইক ৫১, বেইলি ৩৫, ইনগ্রাম ২৯, মিলার ২৬)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ১১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শেন শিলিংফোর্ড।
No comments