নেপালে ধর্মঘটবিরোধীদের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ
নেপালের রাজধানী কাঠমান্ডুতে গতকাল বৃহস্পতিবার ধর্মঘটবিরোধী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মাওবাদীদের বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে মাওবাদীদের ডাকা সাধারণ ধর্মঘটে টানা পঞ্চম দিনের মতো দেশটির স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। চিকিৎসাব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা ধর্মঘটের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
পুলিশের মুখপাত্র বিজ্ঞানরাজ শর্মা বার্তা সংস্থা এএফপিকে বলেন, মাওবাদীবিরোধী বিক্ষোভকারী ও মাওবাদীদের মধ্যে ছোটখাটো কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁদের সামান্য শক্তি প্রয়োগ করতে হয়েছে। পুলিশ জানায়, সংঘর্ষ থামাতে তারা কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
সাধারণ জনগণের ক্রমবর্ধমান সমস্যায় উদ্বেগ প্রকাশ করেছে স্বায়ত্তশাসিত সংস্থা ‘দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন’। কমিশনের মুখপাত্র গৌরী প্রধান বলেন, চিকিৎসা-পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, তাঁদের কাছে খবর আছে—রোগীরা হুইল চেয়ারে করে বাড়ি ফিরে যাচ্ছে।
প্রধান আরও বলেন, অন্তঃসত্ত্বা নারীরা হাসপাতালে যেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। ধর্মঘটের কারণে পরিবহনব্যবস্থা বিঘ্নিত হওয়ায় প্রত্যন্ত এলাকাগুলোয় প্রয়োজনীয় ওষুধের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে।
পুলিশের মুখপাত্র বিজ্ঞানরাজ শর্মা বার্তা সংস্থা এএফপিকে বলেন, মাওবাদীবিরোধী বিক্ষোভকারী ও মাওবাদীদের মধ্যে ছোটখাটো কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁদের সামান্য শক্তি প্রয়োগ করতে হয়েছে। পুলিশ জানায়, সংঘর্ষ থামাতে তারা কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
সাধারণ জনগণের ক্রমবর্ধমান সমস্যায় উদ্বেগ প্রকাশ করেছে স্বায়ত্তশাসিত সংস্থা ‘দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন’। কমিশনের মুখপাত্র গৌরী প্রধান বলেন, চিকিৎসা-পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, তাঁদের কাছে খবর আছে—রোগীরা হুইল চেয়ারে করে বাড়ি ফিরে যাচ্ছে।
প্রধান আরও বলেন, অন্তঃসত্ত্বা নারীরা হাসপাতালে যেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। ধর্মঘটের কারণে পরিবহনব্যবস্থা বিঘ্নিত হওয়ায় প্রত্যন্ত এলাকাগুলোয় প্রয়োজনীয় ওষুধের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে।
No comments