ক্যালিসদের শুরু জয় দিয়ে
নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়ে সুপার এইট শুরু করল দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে তারা তুলেছিল ৪ উইকেটে ১৭০ রান। পুরোপুরি নিরাপদ স্কোর না হলেও বোলিং-ফিল্ডিংটা ভালোই করলেন জ্যাক ক্যালিসরা। নিউজিল্যান্ড থেমে গেছে ১৫৭ রানে। উইকেট হারিয়েছে ৭টি।
জয়ের জন্য একটা বড় রানের ইনিংস দরকার ছিল কিউইদের, যা কেউই করতে পারেননি। ২৮ বলে রাইডারের সর্বোচ্চ ৩৩ রানই যা একটু বলার মতো। অথচ দক্ষিণ আফ্রিকার ইনিংসে ১৮ বলে অপরাজিত ৪০ রানের কি ঝোড়ো ব্যাটিংই না করলেন পাঁচ নম্বরে নামা মরকেল, যাতে ছিল ৫টি ছয়। আর এটাই গড়ে দিল ব্যবধান।
জয়ের জন্য একটা বড় রানের ইনিংস দরকার ছিল কিউইদের, যা কেউই করতে পারেননি। ২৮ বলে রাইডারের সর্বোচ্চ ৩৩ রানই যা একটু বলার মতো। অথচ দক্ষিণ আফ্রিকার ইনিংসে ১৮ বলে অপরাজিত ৪০ রানের কি ঝোড়ো ব্যাটিংই না করলেন পাঁচ নম্বরে নামা মরকেল, যাতে ছিল ৫টি ছয়। আর এটাই গড়ে দিল ব্যবধান।
No comments