ক্যাচ ফেলে হারল পাকিস্তান
অননুমেয়’ পাকিস্তান একটা ব্যাপারে কিন্তু খুবই ‘অনুমানযোগ্য’। ব্যাটিং-বোলিং নিয়ে হয়তো আগাম কিছু বলা মুশকিল, কিন্তু তাদের ফিল্ডিং যে ভয়াবহ হবে, এটা মোটামুটি নিশ্চিত। কাল বারবাডোজে দেখা গেল পাকিস্তানি ফিল্ডিংয়ের আরেক দফা নমুনা। যার খেসারত দিয়ে সুপার এইটের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে তারা হারল ৬ উইকেটে।
০ রানে লোপ্পা ক্যাচ দিয়েছিলেন ক্রেগ কিসওয়েটার, আরেকবার ২ রানে আর ১৯ রানের মাথায় মাইকেল লাম্ব। তিনটি ক্যাচই ফেলেছেন সাঈদ আজমল।
তবে সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে পিটারসেনের ক্যাচ ফেলে। নিজের বলে এটি ফেলেছেন রাজ্জাক। ২১ রানে পাওয়া সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ইংল্যান্ডের জয়ের নায়কও পিটারসেন। ৫২ বলে তাঁর অপরাজিত ৭৭ রানে পাকিস্তানের দাঁড় করানো ১৪৮ রানের লক্ষ্যটা ৩ বল হাতে রেখে ৪ উইকেটে টপকে গেছে ইংল্যান্ড।
২০ ওভার খেলেও পাকিস্তান ১৪৭-এর বেশি করতে পারেনি একের পর এক ব্যাটসম্যানের আত্মহত্যায়। উইকেটে থিতু হয়েও ফিফটি করতে পারেননি প্রথম চার ব্যাটসম্যানের কেউই। ২৬ বলে সর্বোচ্চ ৩৪ সালমান বাটের, উমর আকমল করেছেন ২৫ বলে ৩০।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ২০ ওভারে ১৪৭/৯ (বাট ৩৪, উমর ৩০, হাফিজ ১৮; ইয়ার্ডি ২/১৯, ব্রড ২/২৫, সাইডবটম ২/২৮, সোয়ান ১/২৭, ব্রেসনান ১/৩৬)।
ইংল্যান্ড: ১৯.৩ ওভারে ১৫১/৪ (লাম্ব ২৫, কিসওয়েটার ২৫, পিটারসেন ৭৩* কলিংউড ১৬, মরগান ৫, রাইট ১*। আজমল ২/১৮, রাজ্জাক ১/২২, আফ্রিদি ১/২৮, আসিফ ০/৪৩)।
০ রানে লোপ্পা ক্যাচ দিয়েছিলেন ক্রেগ কিসওয়েটার, আরেকবার ২ রানে আর ১৯ রানের মাথায় মাইকেল লাম্ব। তিনটি ক্যাচই ফেলেছেন সাঈদ আজমল।
তবে সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে পিটারসেনের ক্যাচ ফেলে। নিজের বলে এটি ফেলেছেন রাজ্জাক। ২১ রানে পাওয়া সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ইংল্যান্ডের জয়ের নায়কও পিটারসেন। ৫২ বলে তাঁর অপরাজিত ৭৭ রানে পাকিস্তানের দাঁড় করানো ১৪৮ রানের লক্ষ্যটা ৩ বল হাতে রেখে ৪ উইকেটে টপকে গেছে ইংল্যান্ড।
২০ ওভার খেলেও পাকিস্তান ১৪৭-এর বেশি করতে পারেনি একের পর এক ব্যাটসম্যানের আত্মহত্যায়। উইকেটে থিতু হয়েও ফিফটি করতে পারেননি প্রথম চার ব্যাটসম্যানের কেউই। ২৬ বলে সর্বোচ্চ ৩৪ সালমান বাটের, উমর আকমল করেছেন ২৫ বলে ৩০।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ২০ ওভারে ১৪৭/৯ (বাট ৩৪, উমর ৩০, হাফিজ ১৮; ইয়ার্ডি ২/১৯, ব্রড ২/২৫, সাইডবটম ২/২৮, সোয়ান ১/২৭, ব্রেসনান ১/৩৬)।
ইংল্যান্ড: ১৯.৩ ওভারে ১৫১/৪ (লাম্ব ২৫, কিসওয়েটার ২৫, পিটারসেন ৭৩* কলিংউড ১৬, মরগান ৫, রাইট ১*। আজমল ২/১৮, রাজ্জাক ১/২২, আফ্রিদি ১/২৮, আসিফ ০/৪৩)।
No comments