চীনে আট শিশুর হত্যাকারীর ফাঁসি কার্যকর
চীনে গতকাল বুধবার এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। গত মাসে আট স্কুলশিশুকে ছুরিকাঘাত করে হত্যার অপরাধে তাঁকে এ ফাঁসি দেওয়া হয়। সে দেশের রাষ্ট্রনিয়ন্ত্রিত সিনহুয়া সংবাদ সংস্থা এ কথা জানায়।
ঝং মিনশেং (৪১) পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে গত ২৩ মার্চ এ হত্যাকাণ্ড ঘটান। সে সময় ওই শিশুরা ক্লাস শুরুর আগে স্কুলের বাইরে তাদের মা-বাবার সঙ্গে অপেক্ষা করছিল।
এ মাসের শুরুতে বিচারের সময় ঝং মিনশেং আদালতে এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। ঝং জানান, সে সময় তাঁর প্রেমিকা তাঁকে ছেড়ে চলে যাওয়ায় এবং প্রেমিকার ধনাঢ্য পরিবার তাঁর প্রতি দুর্ব্যবহার করায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
১৯ জনকে ছুরিকাঘাত
চীনে এক ব্যক্তি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে এক শিক্ষক ও ১৮ শিক্ষার্থীকে ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করেছেন। দক্ষিণাঞ্চলীয় গুয়াংদং প্রদেশের লেইঝাউ শহরে গতকাল এ ঘটনা ঘটেছে। পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে।
ঝং মিনশেং (৪১) পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে গত ২৩ মার্চ এ হত্যাকাণ্ড ঘটান। সে সময় ওই শিশুরা ক্লাস শুরুর আগে স্কুলের বাইরে তাদের মা-বাবার সঙ্গে অপেক্ষা করছিল।
এ মাসের শুরুতে বিচারের সময় ঝং মিনশেং আদালতে এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। ঝং জানান, সে সময় তাঁর প্রেমিকা তাঁকে ছেড়ে চলে যাওয়ায় এবং প্রেমিকার ধনাঢ্য পরিবার তাঁর প্রতি দুর্ব্যবহার করায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
১৯ জনকে ছুরিকাঘাত
চীনে এক ব্যক্তি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে এক শিক্ষক ও ১৮ শিক্ষার্থীকে ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করেছেন। দক্ষিণাঞ্চলীয় গুয়াংদং প্রদেশের লেইঝাউ শহরে গতকাল এ ঘটনা ঘটেছে। পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে।
No comments