দিনটাই শুভ গেল একাডেমির
দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিনটা ভালোই কাটল জিপি-বিসিবি একাডেমি দলের। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা একাডেমি দলকে ২২২ রানে অলআউট করে দিয়ে দিন শেষে বিসিবি একাডেমি দলের সংগ্রহ ২ উইকেটে ১০৭ রান। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৩৩ ও শুভাগত হোম ২০ রান নিয়ে খেলছিলেন।
ওবুস পিয়েনারের (১১০*) সেঞ্চুরি আর ওপেনার অব্রে সোয়ানপলের (৫২) ফিফটিতেই কোনোরকমে মান বাঁচানো একটা স্কোর দাঁড় করাতে পেরেছে দক্ষিণ আফ্রিকা একাডেমি দল। নইলে বাকিদের ইনিংসগুলোর মধ্যে সর্বোচ্চ রানটা মাত্র ১১! ৭৯ রানে ৫ উইকেট নেওয়া বিসিবি একাডেমির শেখর আহমেদের সামনেই মূলত ধসে পড়েছে সফরকারীরা। এ ছাড়া সাকলাইন সজীব ৩টি ও শুভাশিস রায় ২টি উইকেট নিয়েছেন।
দুই ওপেনার নাদিমউদ্দিন (১৬) ও রনি তালুকদার (৩৩) দলীয় ৫০ রানের মধ্যে ফিরে গেলেও তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়ে বিসিবি একাডেমি দলের ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মিঠুন ও শুভাগত।
ওবুস পিয়েনারের (১১০*) সেঞ্চুরি আর ওপেনার অব্রে সোয়ানপলের (৫২) ফিফটিতেই কোনোরকমে মান বাঁচানো একটা স্কোর দাঁড় করাতে পেরেছে দক্ষিণ আফ্রিকা একাডেমি দল। নইলে বাকিদের ইনিংসগুলোর মধ্যে সর্বোচ্চ রানটা মাত্র ১১! ৭৯ রানে ৫ উইকেট নেওয়া বিসিবি একাডেমির শেখর আহমেদের সামনেই মূলত ধসে পড়েছে সফরকারীরা। এ ছাড়া সাকলাইন সজীব ৩টি ও শুভাশিস রায় ২টি উইকেট নিয়েছেন।
দুই ওপেনার নাদিমউদ্দিন (১৬) ও রনি তালুকদার (৩৩) দলীয় ৫০ রানের মধ্যে ফিরে গেলেও তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়ে বিসিবি একাডেমি দলের ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মিঠুন ও শুভাগত।
No comments