সার্ক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হচ্ছে আগস্টে
আগামী আগস্ট মাসেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে সার্ক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। সার্কভুক্ত আটটি দেশের ছাত্রছাত্রীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। প্রথম অবস্থায় বিশ্ববিদ্যালয়টি অস্থায়ীভাবে চালু হবে দিল্লির একটি ভবনে। পরে এটি চলে যাবে এর নিজস্ব ক্যাম্পাসে।
এ বিশ্ববিদ্যালয়ের জন্য দক্ষিণ দিল্লির মেহেরৌলিতে ইতিমধ্যেই জমি অধিগ্রহণ করা হয়েছে। ২০১৪ সালের মধ্যে ক্যাম্পাস তৈরি হয়ে গেলে সেখানেই স্থানান্তরিত হবে এটি।
প্রথমে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন চার হাজার ছাত্রছাত্রী। পরে অবশ্য শিক্ষার্থীর সংখ্যা সাত হাজারে উন্নীত করা হবে। ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেক হবেন ভারতীয়। বাকিরা আসবেন সার্কের অন্য সাতটি সদস্য রাষ্ট্র থেকে। এ সাতটি দেশের প্রতিটি দেশ থেকে আসা শিক্ষার্থীর সংখ্যাও নির্ধারিত হতে পারে দেশটির জনসংখ্যার ভিত্তিতে। তবে তা কোনোভাবেই বিশ্ববিদ্যালয়টির ছাত্রছাত্রীর মোট সংখ্যার চার শতাংশের কম হবে না।
এ বিশ্ববিদ্যালয়ের জন্য দক্ষিণ দিল্লির মেহেরৌলিতে ইতিমধ্যেই জমি অধিগ্রহণ করা হয়েছে। ২০১৪ সালের মধ্যে ক্যাম্পাস তৈরি হয়ে গেলে সেখানেই স্থানান্তরিত হবে এটি।
প্রথমে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন চার হাজার ছাত্রছাত্রী। পরে অবশ্য শিক্ষার্থীর সংখ্যা সাত হাজারে উন্নীত করা হবে। ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেক হবেন ভারতীয়। বাকিরা আসবেন সার্কের অন্য সাতটি সদস্য রাষ্ট্র থেকে। এ সাতটি দেশের প্রতিটি দেশ থেকে আসা শিক্ষার্থীর সংখ্যাও নির্ধারিত হতে পারে দেশটির জনসংখ্যার ভিত্তিতে। তবে তা কোনোভাবেই বিশ্ববিদ্যালয়টির ছাত্রছাত্রীর মোট সংখ্যার চার শতাংশের কম হবে না।
No comments