নিকের বয়স প্রিয়াঙ্কার অজানা
স্বামী
নিক জোনাসের বয়স অজানা প্রিয়াঙ্কা চোপড়ার। নিক জোনাস নিজেই টাকিলা পানীয়ের
লেবেল বের করছেন। আর প্রিয়াঙ্কা চোপড়া তো সামাজিক যোগাযোগমাধ্যমে খুবই
সক্রিয়। টুইটারে নিজের আর নিকের একটা ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আমি
তোমাকে নিয়ে গর্বিত। মাত্র ২৭ বছর বয়সে তুমি নিজের নামের টাকিলা খাবে।
মাত্র ২৪ ঘণ্টায় এই ছবির নিচে ১৫ লাখ ‘লাইক’ জমা পড়েছে। গত ২৮ আগস্ট ফ্যাশন
ডিজাইনার জন ভারভাটোসের সঙ্গে মিলে ‘ভিলা ওয়ান’ নামে একটি টাকিলা লেবেলের
উদ্বোধন ঘোষণা করেন। বয়সের ওই ২৭ সংখ্যা নিয়েই বেধেছে গন্ডগোল।
কারণ, প্রিয়াঙ্কা চোপড়া যদি নিজে না-ও জানেন, ইন্টারনেটে একবার সার্চ দিলেই দেখতে পেতেন, সবখানে নিক জোনাসের বয়সের পাশে ২৬ সংখ্যাটি লেখা। আর তার জন্মদিন ১৯৯২ সালের ১৬ সেপ্টেম্বর। সেই হিসাবে আর মাত্র ১২ দিন পর নিক ২৬ শেষ করে ২৭ এ পা রাখবেন। নিক বিষয়টি সহজভাবে নিলেও ভক্তরা প্রিয়াঙ্কার এই ভুল মেনে নিতে পারছেন না। সে কী, প্রিয়াঙ্কা চোপড়া নিজের জীবনসঙ্গীর বয়স জানেন না! সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে তুমুল ট্রল। সে রকমই একটা ট্রলে দেখা যায়, ইন্টারনেটকে কষে চড় মারছেন প্রিয়াঙ্কা চোপড়া। কারণ, ইন্টারনেট দাবি করছে, সে নিক জোনাসের বয়স জানে না। আর প্রিয়াঙ্কা চোপড়া উত্তর দিচ্ছেন, দুই সপ্তাহের ভেতর নিকের জন্মদিন। নিক জোনাস মিমটি শেয়ার করে লিখেছেন, সবাইকে বলছি, প্রিয়াঙ্কা অবশ্যই আমার জন্মদিন জানে। এভাবেই স্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রলকারীদের থেকে রক্ষা করার চেষ্টা করেছেন নিক। কে জানে, এসব হয়তো ইচ্ছাকৃত, পরিকল্পনামাফিক, আলোচনায় থাকার কৌশল।
কারণ, প্রিয়াঙ্কা চোপড়া যদি নিজে না-ও জানেন, ইন্টারনেটে একবার সার্চ দিলেই দেখতে পেতেন, সবখানে নিক জোনাসের বয়সের পাশে ২৬ সংখ্যাটি লেখা। আর তার জন্মদিন ১৯৯২ সালের ১৬ সেপ্টেম্বর। সেই হিসাবে আর মাত্র ১২ দিন পর নিক ২৬ শেষ করে ২৭ এ পা রাখবেন। নিক বিষয়টি সহজভাবে নিলেও ভক্তরা প্রিয়াঙ্কার এই ভুল মেনে নিতে পারছেন না। সে কী, প্রিয়াঙ্কা চোপড়া নিজের জীবনসঙ্গীর বয়স জানেন না! সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে তুমুল ট্রল। সে রকমই একটা ট্রলে দেখা যায়, ইন্টারনেটকে কষে চড় মারছেন প্রিয়াঙ্কা চোপড়া। কারণ, ইন্টারনেট দাবি করছে, সে নিক জোনাসের বয়স জানে না। আর প্রিয়াঙ্কা চোপড়া উত্তর দিচ্ছেন, দুই সপ্তাহের ভেতর নিকের জন্মদিন। নিক জোনাস মিমটি শেয়ার করে লিখেছেন, সবাইকে বলছি, প্রিয়াঙ্কা অবশ্যই আমার জন্মদিন জানে। এভাবেই স্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রলকারীদের থেকে রক্ষা করার চেষ্টা করেছেন নিক। কে জানে, এসব হয়তো ইচ্ছাকৃত, পরিকল্পনামাফিক, আলোচনায় থাকার কৌশল।
No comments