বোস্টন ম্যারাথনে হামলাকারী দোষী সাব্যস্ত
ব্যাপক
বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে ম্যারাথন দৌড়ে তিনজনকে এবং পরে একজন পুলিশ
কর্মকর্তাকে হত্যাসহ তার বিরুদ্ধে আনা ৩০টি অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছেন
যোখার সারনায়েভ।
এই অপরাধের জন্য তার মৃত্যুদণ্ডও হতে পারে।
২০১৩ সালের এপ্রিলে বোস্টন ম্যারাথনে ওই বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয় এবং আহত হয় ২৬০ জনেরও বেশি।
একুশ বছর বয়সী যোখার সারনায়েভের কি সাজা পাওয়া উচিত ম্যাসাচুসেটস এর বিচারকরা আগামী সপ্তাহে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
প্রসিকিউটররা বলছেন, চেচেন আমেরিকান বংশোদ্ভূত মি: সারনায়েভ এই হামলার মাধ্যমে আমেরিকাকে উচিত শিক্ষা দিতে চেয়েছিল।
বিচার কার্যক্রম চলার সময় তিনি বলেছেন, মুসলমান সম্প্রদায়ের লোকজনের সাথে আমেরিকা যে আচরণ করছে তার বিরুদ্ধে ক্ষোভ জানাতেই এই হামলা।
ওই বোমা বিস্ফোরণে নিহতদের একজন ছিলেন আটবছর বয়সী মার্টিন রিচার্ড। রায় পড়ে শোনানোর পর, তার মায়ের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল।
মিস্টার সারনায়েভের আইনজীবীরা ওই হামলায় তার ভূমিকার কথা স্বীকার করলেও, তারা দাবি করছেন, পুরো বিষয়টির পরিচালনা করেছে তার বড় ভাই তামেরলান সারনায়েভ, যিনি এরইমধ্যে পুলিশের গুলিতে মারা গেছেন।
বড়ভাইয়ের কারণেই উগ্রপন্থী বিশ্বাসের দিকে ঝুঁকে পড়েছিলেন তিনি।
চেচেন বংশোদ্ভূত সারনায়েভ এর পরিবার প্রায় এক দশক আগে যুক্তরাষ্ট্রের পাড়ি জমান।
এই অপরাধের জন্য তার মৃত্যুদণ্ডও হতে পারে।
২০১৩ সালের এপ্রিলে বোস্টন ম্যারাথনে ওই বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয় এবং আহত হয় ২৬০ জনেরও বেশি।
একুশ বছর বয়সী যোখার সারনায়েভের কি সাজা পাওয়া উচিত ম্যাসাচুসেটস এর বিচারকরা আগামী সপ্তাহে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
প্রসিকিউটররা বলছেন, চেচেন আমেরিকান বংশোদ্ভূত মি: সারনায়েভ এই হামলার মাধ্যমে আমেরিকাকে উচিত শিক্ষা দিতে চেয়েছিল।
বিচার কার্যক্রম চলার সময় তিনি বলেছেন, মুসলমান সম্প্রদায়ের লোকজনের সাথে আমেরিকা যে আচরণ করছে তার বিরুদ্ধে ক্ষোভ জানাতেই এই হামলা।
ওই বোমা বিস্ফোরণে নিহতদের একজন ছিলেন আটবছর বয়সী মার্টিন রিচার্ড। রায় পড়ে শোনানোর পর, তার মায়ের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল।
মিস্টার সারনায়েভের আইনজীবীরা ওই হামলায় তার ভূমিকার কথা স্বীকার করলেও, তারা দাবি করছেন, পুরো বিষয়টির পরিচালনা করেছে তার বড় ভাই তামেরলান সারনায়েভ, যিনি এরইমধ্যে পুলিশের গুলিতে মারা গেছেন।
বড়ভাইয়ের কারণেই উগ্রপন্থী বিশ্বাসের দিকে ঝুঁকে পড়েছিলেন তিনি।
চেচেন বংশোদ্ভূত সারনায়েভ এর পরিবার প্রায় এক দশক আগে যুক্তরাষ্ট্রের পাড়ি জমান।
No comments