গুঞ্জন শুনি
বিয়ের পর বলিউডে অনেকটাই নিশ্চুপ হয়ে গেছেন বিদ্যা বালান। এর অবশ্য কারণও আছে। কাজ ছাড়া কখনও অযথা খবরের শিরোনামও হতে দেখা যায়নি। নিজের অনাগ্রহের কারণেই নাকি এমনটি ঘটেছে এতদিন। বিদ্যার এই চুপিসারে থাকাটাকে মোটেও সাপোর্ট করতে পারেন না তারই ঘনিষ্ঠ পরিচালক সুভাষ ঘাই। অনেকদিন এ পরিচালককেও কোনো ছবি পরিচালনা করতে দেখা যায়নি। ‘কাঞ্চি’র পর থেকে শোম্যানের শো বন্ধ রয়েছে বললেই চলে। নিজের স্কুল ‘হুইসলিং উডস’-এর কাজেই তার শত ব্যস্ততা। এর মধ্যে আবার মেডিটেশন সেন্টারও চালু করছেন তিনি।
নাম দিয়েছেন ‘গুরুকুল’। এই গুরুকুলের প্রচারের দায়িত্বের ভার অর্পণ করেছেন তার প্রিয় অভিনেত্রী বিদ্যা বালানের ওপর। অনেক আগে থেকেই অভিনেত্রী হিসেবে বিদ্যা বালানকে খুবই পছন্দ করেন বলিউডের এই বিখ্যাত পরিচালক। একমাত্র বিদ্যাকেই বলিউডের অভিনেত্রীদের মধ্যে ‘নন কসমেটিক’ বলে মনে করেন সুভাষ ঘাই। জানা গেছে তার প্রস্তাব শোনা মাত্রই নাকি রাজি হয়েছিলেন বিদ্যা। কারণ মেডিটেশনের প্রতি তারও বেশ আগ্রহ রয়েছে। এ গুরুকুলে ভর্তির ব্যাপারে বলিউড তারকাদের প্রাধান্য থাকবে বেশি। কোনো ধর্মীয় ব্যাপার নেই এতে। অভিনয়ের ক্লান্তি দূর করতে এখানে এসে খানিকটা মানসিক প্রশান্তি পেতে পারবেন সবাই। এমনটাই জানিয়েছেন বিদ্যা।
No comments