আলোচনায় উরাক > অনুভূতি প্রকাশের স্বাধীনতা কোথায়?
ব্রাজিলের সাবেক মিস বামবাম প্রতিযোগিতার
রানার্সআপ এবার বিশ্বকাপ উপলক্ষে রিপোর্টার বনে গেছেন। বামবাম হলো
ব্রাজিলের সেরা নিতম্বের অধিকারী নারী নির্বাচন করার একটি প্রতিযোগিতা। তার
নাম উরাক। তিনি সমপ্রতি আলোচনায় এসেছেন নতুন করে। উরাক সাংবাদিক হিসেবে
ঢুকতে চেয়েছিলেন পর্তুগিজ প্রশিক্ষণ শিবিরে। কিন্তু সেখানকার নিরাপত্তা
রক্ষীরা তাকে বের করে দেয়। অবশ্য গত সপ্তাহে একটি ছেলে রোনালদোর অটোগ্রাফ
নিতে নিরাপত্তা ফাঁকি দিয়ে শিবিরে ঢুকে পড়ায় শিবিরের নিরাপত্তা বৃদ্ধি করা
হয়েছে। ঢুকতে না পেরে উরাক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্টে
ঝাল ঝেড়েছেন। তিনি লিখেছেন, আমি রোনালদোকে শুভকামনা জানাতে গিয়েছিলাম,
কিন্তু আমাকে বের করে দেয়া হলো। অনুভূতি প্রকাশের স্বাধীনতা কোথায়?
No comments