শিশুদের ভেড়াতে আল-কায়েদার কার্টুন ছবি!
শিশুদের দলে ভেড়াতে বিখ্যাত কার্টুন ছবির নির্মাতা ডিজনির ধাঁচে অ্যানিমেটেড কার্টুন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে আল-কায়েদা। আল-কায়েদার একটি সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। আরবি ভাষার জিহাদি ওয়েবসাইট আল-শামুকে এ ধরনের কার্টুন ছবির ব্যাপারে প্রচারণা চালানো হচ্ছে।
সাবেক জিহাদিদের নিয়ে গঠিত লন্ডনভিত্তিক কুইলিয়াম ফাউন্ডেশন গত বুধবার এ তথ্য জানায়। কুইলিয়াম জানায়, ধারণা করা হচ্ছে, এ কর্মকাণ্ডে আল-কায়েদা ইন দি অ্যারাবিয়ান পেনিনস্যুলা ও তাদের সহযোগী জঙ্গিগোষ্ঠী আবু আল-লাইথ আল-ইয়েমেনের সংশ্লিষ্টতা রয়েছে।
প্রচারণায় দেখা গেছে, যুদ্ধের পোশাক পরা কম বয়সী শিশুরা হত্যা, সন্ত্রাসী অভিযান ও ষড়যন্ত্রে অংশ নিচ্ছে। মাল্টিমিডিয়া ব্যবহার করে শিশুদের দলে ভেড়াতে এটি ওই সন্ত্রাসী সংগঠনের নতুন পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।
সাবেক জিহাদিদের নিয়ে গঠিত লন্ডনভিত্তিক কুইলিয়াম ফাউন্ডেশন গত বুধবার এ তথ্য জানায়। কুইলিয়াম জানায়, ধারণা করা হচ্ছে, এ কর্মকাণ্ডে আল-কায়েদা ইন দি অ্যারাবিয়ান পেনিনস্যুলা ও তাদের সহযোগী জঙ্গিগোষ্ঠী আবু আল-লাইথ আল-ইয়েমেনের সংশ্লিষ্টতা রয়েছে।
প্রচারণায় দেখা গেছে, যুদ্ধের পোশাক পরা কম বয়সী শিশুরা হত্যা, সন্ত্রাসী অভিযান ও ষড়যন্ত্রে অংশ নিচ্ছে। মাল্টিমিডিয়া ব্যবহার করে শিশুদের দলে ভেড়াতে এটি ওই সন্ত্রাসী সংগঠনের নতুন পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।
No comments