বার্সেলোনায় নতুন মুখ সানচেজ
ইউরোপিয়ান ফুটবলের পরবর্তী মৌসুমে বার্সেলোনায় নতুন মুখ হিসেবে দেখা যাবে চিলির তারকা স্ট্রাইকার আলেক্সিস সানচেজকে। প্রায় ৩৭ মিলিয়ন ডলারের বিনিময়ে ইতালিয়ান ক্লাব উদিনেস থেকে তাঁকে ন্যু ক্যাম্পে নিয়ে এসেছে বার্সেলোনা।
২০০৩ সালে চিলির ক্লাব কোব্রেলোয়ায় যোগ দেওয়ার খুব অল্প সময়ের মধ্যেই নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছিলেন সানচেজ। তাঁকে অনেকেই ডাকা শুরু করে ‘বিস্ময় বালক’ বলে। ২০০৬ সালে তাঁকে দলে ভেড়ায় উদিনেস। ২০০৮-০৯ মৌসুম থেকেই তিনি খেলতে শুরু করেন প্রথম একাদশে। আর গত মৌসুমে ৩১ ম্যাচে ১২টি গোল করার পর তাঁকে ইতালিয়ান লিগের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করেছে লা গেজেত্তা ডেলা স্পোর্টস। এখন ন্যু ক্যাম্পে তাঁর অন্তর্ভুক্তি ইউরোপিয়ান শিরোপাজয়ী বার্সেলোনাকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করছেন অনেকেই। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনায় যোগ দেবেন সানচেজ। তবে তিনি এখনই লিওনেল মেসি, ডেভিড ভিয়া, পেদ্রোদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বার্সেলোনার প্রথম একাদশে জায়গা করে নিতে পারবেন কি না, তা নিয়ে অনেকেই সন্দিহান
২০০৩ সালে চিলির ক্লাব কোব্রেলোয়ায় যোগ দেওয়ার খুব অল্প সময়ের মধ্যেই নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছিলেন সানচেজ। তাঁকে অনেকেই ডাকা শুরু করে ‘বিস্ময় বালক’ বলে। ২০০৬ সালে তাঁকে দলে ভেড়ায় উদিনেস। ২০০৮-০৯ মৌসুম থেকেই তিনি খেলতে শুরু করেন প্রথম একাদশে। আর গত মৌসুমে ৩১ ম্যাচে ১২টি গোল করার পর তাঁকে ইতালিয়ান লিগের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করেছে লা গেজেত্তা ডেলা স্পোর্টস। এখন ন্যু ক্যাম্পে তাঁর অন্তর্ভুক্তি ইউরোপিয়ান শিরোপাজয়ী বার্সেলোনাকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করছেন অনেকেই। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনায় যোগ দেবেন সানচেজ। তবে তিনি এখনই লিওনেল মেসি, ডেভিড ভিয়া, পেদ্রোদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বার্সেলোনার প্রথম একাদশে জায়গা করে নিতে পারবেন কি না, তা নিয়ে অনেকেই সন্দিহান
No comments