প্রবাসী ব্রিটিশ তরুণী হত্যার দায়ে জাপানি যুবকের যাবজ্জীবন
ব্রিটিশ তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে জাপানের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ২০০৭ সালে জাপানের ইচিকাওয়া শহরে ব্রিটিশ স্কুলশিক্ষক লিন্ডসে হকারকে (২২) হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলার রায়ে টোকিওর একটি আদালত গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।
রায় ঘোষণার সময় হকারের বাবা, মা ও দুই বোন আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডাদেশ পাওয়া তাতসুয়া ইচিহাশি (৩২) আড়াই বছর ধরে লুকিয়ে ছিলেন। গ্রেপ্তার এড়াতে প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারা পাল্টান তিনি। এরপরও ২০০৯ সালের নভেম্বরে ইচিহাশিকে গ্রেপ্তার করা হয়। আদালতের কাছে ধর্ষণের কথা স্বীকার করলেও তিনি হত্যার কথা অস্বীকার করেন। এ ব্যাপারে তিনি বলেন, দুর্ঘটনাক্রমে ব্রিটিশ স্কুলশিক্ষক লিন্ডসে হকার (২২) খুন হন।
ইচিকাওয়া শহরে ইচিহাশি ও হকার প্রতিবেশী ছিলেন। লিন্ডসে হকার নোভা ল্যাংগুয়েজ স্কুলে ইংরেজির শিক্ষক হিসেবে যোগ দিতে ২০০৬ সালের অক্টোবরে জাপান যান। ২০০৭ সালে ইচিহাসির বাড়িতে বালুভর্তি একটি বাথটাবের ভেতর থেকে হকারের লাশ উদ্ধার করা হয়।
রায় ঘোষণার সময় হকারের বাবা, মা ও দুই বোন আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডাদেশ পাওয়া তাতসুয়া ইচিহাশি (৩২) আড়াই বছর ধরে লুকিয়ে ছিলেন। গ্রেপ্তার এড়াতে প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারা পাল্টান তিনি। এরপরও ২০০৯ সালের নভেম্বরে ইচিহাশিকে গ্রেপ্তার করা হয়। আদালতের কাছে ধর্ষণের কথা স্বীকার করলেও তিনি হত্যার কথা অস্বীকার করেন। এ ব্যাপারে তিনি বলেন, দুর্ঘটনাক্রমে ব্রিটিশ স্কুলশিক্ষক লিন্ডসে হকার (২২) খুন হন।
ইচিকাওয়া শহরে ইচিহাশি ও হকার প্রতিবেশী ছিলেন। লিন্ডসে হকার নোভা ল্যাংগুয়েজ স্কুলে ইংরেজির শিক্ষক হিসেবে যোগ দিতে ২০০৬ সালের অক্টোবরে জাপান যান। ২০০৭ সালে ইচিহাসির বাড়িতে বালুভর্তি একটি বাথটাবের ভেতর থেকে হকারের লাশ উদ্ধার করা হয়।
No comments