সার্বিয়ার জন্য ইইউর সদস্য হওয়া সহজ হতে পারে
ক্রোয়েশিয়া যুদ্ধের শেষ পলাতক সন্দেহভাজন যুদ্ধাপরাধী গোরান হাদজিচকে (৫২) গ্রেপ্তারের মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ লাভের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে সার্বিয়া। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ ইইউর সদস্য হতে পারবে দেশটি।
স্বরাষ্ট্রমন্ত্রী ইভিকা দাসিচ বৃহস্পতিবার বলেন, ‘২০ বছর পর সার্বিয়া বন্দিশালা থেকে মুক্তি পেল। সার্বিয়াকে আর ব্ল্যাকমেইল করা ঠিক হবে না। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে নতুন শর্ত আরোপের আর কোনো কারণ নেই।’
গোরান হাদজিচকে গত বুধবার বেলগ্রেডের উত্তরের পার্বত্য এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ইইউর সদর দপ্তর ব্রাসেলস এ গ্রেপ্তারের প্রশংসা করে বলেছে, এর ফলে ১৭ জাতি জোটটিতে সার্বিয়ার অন্তর্ভুক্তির পথ অনেক প্রশস্ত হলো।
ইইউর প্রেসিডেন্ট হার্মান ভান রমপুই ও ইউরোপীয় কমিশনের প্রধান হোসে ম্যানুয়েল বারাসো এক যৌথ বিবৃতিতে বলেন, ‘ইউরোপীয় দৃষ্টিকোণ থেকে সার্বিয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
কুখ্যাত বসনীয় সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচের গ্রেপ্তারের দুই মাসের মধ্যে গোরান হাদজিচকে গ্রেপ্তার করা হলো।
স্বরাষ্ট্রমন্ত্রী ইভিকা দাসিচ বৃহস্পতিবার বলেন, ‘২০ বছর পর সার্বিয়া বন্দিশালা থেকে মুক্তি পেল। সার্বিয়াকে আর ব্ল্যাকমেইল করা ঠিক হবে না। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে নতুন শর্ত আরোপের আর কোনো কারণ নেই।’
গোরান হাদজিচকে গত বুধবার বেলগ্রেডের উত্তরের পার্বত্য এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ইইউর সদর দপ্তর ব্রাসেলস এ গ্রেপ্তারের প্রশংসা করে বলেছে, এর ফলে ১৭ জাতি জোটটিতে সার্বিয়ার অন্তর্ভুক্তির পথ অনেক প্রশস্ত হলো।
ইইউর প্রেসিডেন্ট হার্মান ভান রমপুই ও ইউরোপীয় কমিশনের প্রধান হোসে ম্যানুয়েল বারাসো এক যৌথ বিবৃতিতে বলেন, ‘ইউরোপীয় দৃষ্টিকোণ থেকে সার্বিয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
কুখ্যাত বসনীয় সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচের গ্রেপ্তারের দুই মাসের মধ্যে গোরান হাদজিচকে গ্রেপ্তার করা হলো।
No comments