আগামী নির্বাচনে ওবামার জয়ী হওয়ার সম্ভাবনা কমছে
আগামী ২০১২ সালের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জয়ী হওয়ার সম্ভাবনা কমছে। গত বুধবার জরিপ সংস্থা দ্য পাবলিক পলিসি পোলিংয়ের (পিপিপি) প্রকাশিত এক জরিপ থেকে এমনই সতর্ক আভাস পাওয়া গেছে।
সংস্থাটির মাসিক জাতীয় নির্বাচনী জরিপে দেখা গেছে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তার দিক থেকে রিপাবলিকান প্রার্থী মিট রমনের চেয়ে পিছিয়ে আছেন বারাক ওবামা। এতে ওবামার পক্ষে ৪৬ শতাংশ এবং বিপক্ষে ৪৮ শতাংশ ভোট পড়েছে। তবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক নন—ওবামার প্রতি এমন স্বাধীন ভোটারদের সমর্থন ৪৯ শতাংশ থেকে ৪৪ শতাংশে নেমে এসেছে।
জরিপ সংস্থাটি তার ওয়েবসাইটে জানিয়েছে, যতটা দেখা যাচ্ছে, ওবামার জনপ্রিয়তায় ধস নেমেছে তার চেয়ে বেশি।
এদিকে এনবিসি নিউজ ওয়াল স্ট্রিট জার্নাল-এর চলতি সপ্তাহে প্রকাশিত আরেকটি জরিপে দেখা গেছে, ওবামা ও রমনের জনপ্রিয়তার অনুপাত যথাক্রমে ৪৮ শতাংশ ও ৪১ শতাংশ।
সংস্থাটির মাসিক জাতীয় নির্বাচনী জরিপে দেখা গেছে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তার দিক থেকে রিপাবলিকান প্রার্থী মিট রমনের চেয়ে পিছিয়ে আছেন বারাক ওবামা। এতে ওবামার পক্ষে ৪৬ শতাংশ এবং বিপক্ষে ৪৮ শতাংশ ভোট পড়েছে। তবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক নন—ওবামার প্রতি এমন স্বাধীন ভোটারদের সমর্থন ৪৯ শতাংশ থেকে ৪৪ শতাংশে নেমে এসেছে।
জরিপ সংস্থাটি তার ওয়েবসাইটে জানিয়েছে, যতটা দেখা যাচ্ছে, ওবামার জনপ্রিয়তায় ধস নেমেছে তার চেয়ে বেশি।
এদিকে এনবিসি নিউজ ওয়াল স্ট্রিট জার্নাল-এর চলতি সপ্তাহে প্রকাশিত আরেকটি জরিপে দেখা গেছে, ওবামা ও রমনের জনপ্রিয়তার অনুপাত যথাক্রমে ৪৮ শতাংশ ও ৪১ শতাংশ।
No comments