ধোনিদের গুরু হবেন না ফ্লেমিং
গ্যারি কারস্টেনের ক্লোন খুঁজে পেয়েছে ভারতীয় মিডিয়া—স্টিভেন ফ্লেমিং! চারিত্রিক দিক দিয়ে কারস্টেনের সঙ্গে সাবেক নিউজিল্যান্ড অধিনায়কের অনেক মিল। দুজনই নিস্তরঙ্গ জীবনযাপনে অভ্যস্ত, মিডিয়া থেকে আড়ালে থাকেন। ফ্লেমিংয়ের অধিনায়ক হিসেবে আছে আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ অভিজ্ঞতাও। সবচেয়ে বড় কথা, আইপিএলে কোচ ফ্লেমিংয়ের সঙ্গে চেন্নাই অধিনায়ক হিসেবে জুটি বেঁধেছেন মহেন্দ্র সিং ধোনি।
সেই জুটির রসায়নও বেশ ভালো। গত মৌসুমে তো চেন্নাই সুপার কিংসকে ‘ডাবল’ জেতালেন। আইপিএলের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগও জিতেছে চেন্নাই। এ ছাড়া ২০০৮ আইপিএলে রানার্সআপ হয়েছিল চেন্নাই, কোচ হিসেবে ফ্লেমিংয়ের সেটাই ছিল প্রথম মিশন। ২০০৯ সালে সেমিফাইনালেও গিয়েছিল তাঁর দল।
কোচ হিসেবে ফ্লেমিংয়ের বাজারদর চড়াই। বিশেষ করে সত্যি সত্যিই যদি তাঁকে নিয়ে ভাবতে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ফ্লেমিং নিজে জাতীয় দলের হয়ে কাজ করা নিয়ে ভাবছেন না, ‘চেন্নাইয়ের কোচিংটা দারুণ উপভোগ করছি। এখানেই পুরোপুরি আমার মনোযোগ। অভিজ্ঞতাটা দারুণ। আসলে কোচিং ক্যারিয়ার নিয়ে এখনই ভাবছি না। এটা নিয়ে পরে ভাবা যাবে।’
আইপিএলের সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে বছরে মাত্র দুই মাস কাজ করলেই অনেক টাকা। আইপিএল বাদ দিয়ে জাতীয় দলের হ্যাপা ফ্লেমিং নেবেন কি না, সেটিও প্রশ্ন। ফ্লেমিং নিজেও প্রচ্ছন্ন সুরে বলছেন, ‘এখানে বছরে দুই মাস কাজ করা একটা চ্যালেঞ্জ। এই দুই মাসে আমি নিজেও আসলে কোচিং দর্শন শিখি।’
সেই জুটির রসায়নও বেশ ভালো। গত মৌসুমে তো চেন্নাই সুপার কিংসকে ‘ডাবল’ জেতালেন। আইপিএলের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগও জিতেছে চেন্নাই। এ ছাড়া ২০০৮ আইপিএলে রানার্সআপ হয়েছিল চেন্নাই, কোচ হিসেবে ফ্লেমিংয়ের সেটাই ছিল প্রথম মিশন। ২০০৯ সালে সেমিফাইনালেও গিয়েছিল তাঁর দল।
কোচ হিসেবে ফ্লেমিংয়ের বাজারদর চড়াই। বিশেষ করে সত্যি সত্যিই যদি তাঁকে নিয়ে ভাবতে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ফ্লেমিং নিজে জাতীয় দলের হয়ে কাজ করা নিয়ে ভাবছেন না, ‘চেন্নাইয়ের কোচিংটা দারুণ উপভোগ করছি। এখানেই পুরোপুরি আমার মনোযোগ। অভিজ্ঞতাটা দারুণ। আসলে কোচিং ক্যারিয়ার নিয়ে এখনই ভাবছি না। এটা নিয়ে পরে ভাবা যাবে।’
আইপিএলের সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে বছরে মাত্র দুই মাস কাজ করলেই অনেক টাকা। আইপিএল বাদ দিয়ে জাতীয় দলের হ্যাপা ফ্লেমিং নেবেন কি না, সেটিও প্রশ্ন। ফ্লেমিং নিজেও প্রচ্ছন্ন সুরে বলছেন, ‘এখানে বছরে দুই মাস কাজ করা একটা চ্যালেঞ্জ। এই দুই মাসে আমি নিজেও আসলে কোচিং দর্শন শিখি।’
No comments