থাই-কম্বোডিয়া সীমান্তে গোলাগুলি, নিহত ৬
থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিরোধপূর্ণ সীমান্তে গতকাল শুক্রবার ভোরে গোলাগুলিতে ছয় সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সীমান্ত এলাকা থেকে কয়েক হাজার গ্রামবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে।
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় সুরিন প্রদেশের বিতর্কিত সীমায় তা মোয়ান ও তা ক্রাবেই মন্দিরের চারপাশের জঙ্গল এলাকায় গতকাল ভোরে দুই দেশের সেনাদের মধ্যে এ সংঘর্ষ হয়। ওই এলাকার প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হিন্দুধর্মাবলম্বীদের ৯০০ বছরের পুরোনো প্রিয়া বিহার মন্দির অবস্থিত। ওই মন্দিরের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল তিন ঘণ্টা ধরে সংঘর্ষ চলাকালে গুলির পাশাপাশি দুই দেশের গোলন্দাজ বাহিনী কামানের গোলা ছুড়লে হতাহতের ঘটনা ঘটে।
থাই প্রতিরক্ষামন্ত্রী জেনারেল প্রাউইত ওয়াসুওয়ায়ন জানান, ‘কম্বোডিয়ার সেনারা বিনা উসকানিতে আমাদের সেনাদের লক্ষ্য করে প্রথমে রাইফেলের গুলি ছোড়ে, পরে তাঁদের গোলন্দাজ বাহিনী কামান দাগেন। সীমান্ত এলাকার কয়েক শ বছরের পুরোনো মন্দির দখলের উদ্দেশ্যে তাঁরা এ হামলা চালিয়েছেন।’
কম্বোডীয় সরকারের মুখপাত্র ফি সিফান বলেন, ‘থাই সেনারা কম্বোডিয়ার তা ক্রাবেই মন্দিরের কাছে, আমাদের সেনা স্টেশনের দিকে সরাসরি অগ্রসর হয় এবংআমাদের সেনাদের ওপর হামলা শুরু করেন।’ আন্তর্জাতিক আদালত ১৯৬২ সালে ঘোষণা দেন প্রিয়া বিহার মন্দিরটি কম্বোডিয়ার। ২০০৮ সালে এই মন্দিরকে জাতিসংঘের ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দেওয়া হয়।
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় সুরিন প্রদেশের বিতর্কিত সীমায় তা মোয়ান ও তা ক্রাবেই মন্দিরের চারপাশের জঙ্গল এলাকায় গতকাল ভোরে দুই দেশের সেনাদের মধ্যে এ সংঘর্ষ হয়। ওই এলাকার প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হিন্দুধর্মাবলম্বীদের ৯০০ বছরের পুরোনো প্রিয়া বিহার মন্দির অবস্থিত। ওই মন্দিরের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল তিন ঘণ্টা ধরে সংঘর্ষ চলাকালে গুলির পাশাপাশি দুই দেশের গোলন্দাজ বাহিনী কামানের গোলা ছুড়লে হতাহতের ঘটনা ঘটে।
থাই প্রতিরক্ষামন্ত্রী জেনারেল প্রাউইত ওয়াসুওয়ায়ন জানান, ‘কম্বোডিয়ার সেনারা বিনা উসকানিতে আমাদের সেনাদের লক্ষ্য করে প্রথমে রাইফেলের গুলি ছোড়ে, পরে তাঁদের গোলন্দাজ বাহিনী কামান দাগেন। সীমান্ত এলাকার কয়েক শ বছরের পুরোনো মন্দির দখলের উদ্দেশ্যে তাঁরা এ হামলা চালিয়েছেন।’
কম্বোডীয় সরকারের মুখপাত্র ফি সিফান বলেন, ‘থাই সেনারা কম্বোডিয়ার তা ক্রাবেই মন্দিরের কাছে, আমাদের সেনা স্টেশনের দিকে সরাসরি অগ্রসর হয় এবংআমাদের সেনাদের ওপর হামলা শুরু করেন।’ আন্তর্জাতিক আদালত ১৯৬২ সালে ঘোষণা দেন প্রিয়া বিহার মন্দিরটি কম্বোডিয়ার। ২০০৮ সালে এই মন্দিরকে জাতিসংঘের ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দেওয়া হয়।
No comments