চারতলা থেকে পড়েও...
চারতলা থেকে পড়ে গিয়েছিল একটি মেয়েশিশু। কিন্তু তার গায়ে সামান্য আঁচড়ও লাগেনি। কারণ, পড়ে গিয়ে সে পৌঁছে যায় মায়ের কোলের মতোই নিরাপদ এক আশ্রয়ে। দূর থেকে শিশুটির বিপজ্জনক অবস্থান খেয়াল করে ছুটে যান হেলেন বিয়ার্ড নামের একজন ব্রিটিশ পর্যটক। মাটিতে পড়ার আগেই তিনি শিশুটিকে ধরে ফেলেন। ১৬ মাস বয়সী শিশুটির নাম জা নি মাইলস। নিচে পড়ে যাওয়ার সময় তিনতলার রেলিংয়ে সামান্য ধাক্কা খেয়েছিল। তবে গুরুতর কোনো আঘাত ছাড়াই বেঁচে যায় শিশুটি। যেন খেলাচ্ছলেই এমনটা ঘটিয়েছে সে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের একটি হোটেলে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। তখন পাশের একটি কক্ষে ডমিনিক হল্ট নামের এক বন্ধুর কাছে শিশুটিকে রেখে বাইরে গিয়েছিলেন তার মা। হল্ট যখন ঘরের দরজা বন্ধ করেন, তখন তা হয়তো খানিকটা খোলা ছিল। পরে তিনি বাথরুমে গেলে শিশুটি দরজা ঠেলে বাইরে চলে যায়। খেলা করতে করতে সে ব্যালকনির কাছাকাছি চলে যায়। পরে রেলিংয়ের ফাঁক গলে নিচে পড়ে।
হেলেন বিয়ার্ড বলেন, রাত ১১টার দিকে তিনি চারতলার রেলিংয়ে শিশুটিকে ঝুলে থাকতে দেখেন এবং সঙ্গে সঙ্গে দৌড়ে নিচে যান।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের একটি হোটেলে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। তখন পাশের একটি কক্ষে ডমিনিক হল্ট নামের এক বন্ধুর কাছে শিশুটিকে রেখে বাইরে গিয়েছিলেন তার মা। হল্ট যখন ঘরের দরজা বন্ধ করেন, তখন তা হয়তো খানিকটা খোলা ছিল। পরে তিনি বাথরুমে গেলে শিশুটি দরজা ঠেলে বাইরে চলে যায়। খেলা করতে করতে সে ব্যালকনির কাছাকাছি চলে যায়। পরে রেলিংয়ের ফাঁক গলে নিচে পড়ে।
হেলেন বিয়ার্ড বলেন, রাত ১১টার দিকে তিনি চারতলার রেলিংয়ে শিশুটিকে ঝুলে থাকতে দেখেন এবং সঙ্গে সঙ্গে দৌড়ে নিচে যান।
No comments