আবারও নিম্নমুখী ধারায় পুঁজিবাজার
এক দিন ঊর্ধ্বমুখী প্রবণতার পর আবারও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে দেশের পুঁঁজিবাজারে। দুই স্টক এক্সচেঞ্জেই আজ রোববার বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। এর ফলে কমেছে সাধারণ সূচকও। তবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে কারসাজির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পেশ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এ জন্য অনেক বিনিয়োগকারী বাজার থেকে দূরে রয়েছেন। এ কারণে বাজারে নিম্নমুখী অবস্থা বিরাজ করছে। তবে বিনিয়োগকারীরা বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনারও দাবি জানান।
ডিএসই সূত্রে জানা যায়, ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের শুরুতে সূচক ২৬ পয়েন্ট বেড়ে যায়। ২০ মিনিটের মাথায় সূচক ২৫ পয়েন্ট নেমে যায়। বেলা ১১টা ৪০ মিনিটে সূচক কিছুটা বাড়লেও এর পর থেকে সূচক নিম্নগামী হতে থাকে, যা সারা দিনই অব্যাহত ছিল। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১১৬.৬০ পয়েন্ট কমে ৬০৭৬.৩২ পয়েন্টে দাঁড়ায়।
এ সময়ে হাতবদল হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ২৩টির, কমেছে ২২৭টির ও অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের দাম।
আজ ডিএসইতে ৬৩১ কোটি টাকার কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৫৫ কোটি টাকা বেশি।
আজ লেনদেনে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে বেক্সিমকো, বেক্সটেক্স, শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এয়ার, আফতাব অটো, মালেক স্পিনিং, তিতাস গ্যাস, বেক্সিমকো সিনথেটিকস ও সালভো কেমিক্যাল।
এদিকে আজ সবচেয়ে বেশি বেড়েছে বেক্সটেক্সের শেয়ারের দাম। এ ছাড়া শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো সিনথেটিকস, রেকিট বেনকিজার, সিটিজি ভেজিটেবল, ন্যাশনাল টি কোম্পানি, বঙ্গজ ও দেশ গার্মেন্টস দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
আজ সবচেয়ে বেশি কমেছে শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারের দাম। এ ছাড়া নর্দার্ন ইনস্যুরেন্স, বিকন ফার্মা, বিডি ফিন্যান্স, সোনারগাঁও টেক্সটাইল, সিটি জেনারেল ইনস্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, বিআইএফসি ও রিপাবলিক ইনস্যুরেন্স দাম কমে যাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৯২.৫০ পয়েন্ট কমে ১৭০৫০.৬৩ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৬টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৭৯ কোটি টাকার লেনদেন হয়েছে , যা গতকালের চেয়ে ১৭ কোটি টাকা বেশি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে কারসাজির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পেশ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এ জন্য অনেক বিনিয়োগকারী বাজার থেকে দূরে রয়েছেন। এ কারণে বাজারে নিম্নমুখী অবস্থা বিরাজ করছে। তবে বিনিয়োগকারীরা বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনারও দাবি জানান।
ডিএসই সূত্রে জানা যায়, ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের শুরুতে সূচক ২৬ পয়েন্ট বেড়ে যায়। ২০ মিনিটের মাথায় সূচক ২৫ পয়েন্ট নেমে যায়। বেলা ১১টা ৪০ মিনিটে সূচক কিছুটা বাড়লেও এর পর থেকে সূচক নিম্নগামী হতে থাকে, যা সারা দিনই অব্যাহত ছিল। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১১৬.৬০ পয়েন্ট কমে ৬০৭৬.৩২ পয়েন্টে দাঁড়ায়।
এ সময়ে হাতবদল হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ২৩টির, কমেছে ২২৭টির ও অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের দাম।
আজ ডিএসইতে ৬৩১ কোটি টাকার কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৫৫ কোটি টাকা বেশি।
আজ লেনদেনে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে বেক্সিমকো, বেক্সটেক্স, শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এয়ার, আফতাব অটো, মালেক স্পিনিং, তিতাস গ্যাস, বেক্সিমকো সিনথেটিকস ও সালভো কেমিক্যাল।
এদিকে আজ সবচেয়ে বেশি বেড়েছে বেক্সটেক্সের শেয়ারের দাম। এ ছাড়া শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো সিনথেটিকস, রেকিট বেনকিজার, সিটিজি ভেজিটেবল, ন্যাশনাল টি কোম্পানি, বঙ্গজ ও দেশ গার্মেন্টস দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
আজ সবচেয়ে বেশি কমেছে শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারের দাম। এ ছাড়া নর্দার্ন ইনস্যুরেন্স, বিকন ফার্মা, বিডি ফিন্যান্স, সোনারগাঁও টেক্সটাইল, সিটি জেনারেল ইনস্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, বিআইএফসি ও রিপাবলিক ইনস্যুরেন্স দাম কমে যাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৯২.৫০ পয়েন্ট কমে ১৭০৫০.৬৩ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৬টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৭৯ কোটি টাকার লেনদেন হয়েছে , যা গতকালের চেয়ে ১৭ কোটি টাকা বেশি।
No comments