এই ভয়াবহতা থেকে বাঁচা সম্ভব
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড গতকাল শনিবার জাপানের সুনামিবিধ্বস্ত শহর মিনামিসানরিকু পরিদর্শন করেন। তিনি জাপানের বিপর্যয় এলাকা পরিদর্শন করতে যাওয়া প্রথম বিদেশি নেতা। তাঁর এই সফরের সময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেয়াকি মাতসুমোতো এবং শহরের মেয়র জিন সাতো সঙ্গে ছিলেন।
গিলার্ড শহরের একটি তিনতলা দুর্যোগ প্রতিরোধ কেন্দ্রের ধ্বংসাবশেষ পরিদর্শন করেন। ভবনটির লাল কঙ্কালসার কাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। গত মার্চ মাসের দুর্যোগে এ শহরের এক হাজার ১৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। বিপর্যয়ের ভয়াবহতা দেখে গিলার্ড বলেন, ‘সত্যিই অভাবনীয়। এই ভয়াবহতা থেকে মানুষের বেঁচে যাওয়া সম্ভব! এই সংকটকালেও মানুষের সাহসিকতা অবাক করার মতো।’
গিলার্ড আশ্রয়কেন্দ্র ঘুরে বেঁচে যাওয়া লোকজনের খোঁজখবর নেন। তিনি সেখানে শিশুদের মধ্যে খেলনা বিতরণ করেন। পরে তিনি দুর্গতদের সাহায্যে তহবিল গঠনের জন্য রাজধানী টোকিওতে একটি নৈশভোজেও অংশ নেন।
গিলার্ড শহরের একটি তিনতলা দুর্যোগ প্রতিরোধ কেন্দ্রের ধ্বংসাবশেষ পরিদর্শন করেন। ভবনটির লাল কঙ্কালসার কাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। গত মার্চ মাসের দুর্যোগে এ শহরের এক হাজার ১৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। বিপর্যয়ের ভয়াবহতা দেখে গিলার্ড বলেন, ‘সত্যিই অভাবনীয়। এই ভয়াবহতা থেকে মানুষের বেঁচে যাওয়া সম্ভব! এই সংকটকালেও মানুষের সাহসিকতা অবাক করার মতো।’
গিলার্ড আশ্রয়কেন্দ্র ঘুরে বেঁচে যাওয়া লোকজনের খোঁজখবর নেন। তিনি সেখানে শিশুদের মধ্যে খেলনা বিতরণ করেন। পরে তিনি দুর্গতদের সাহায্যে তহবিল গঠনের জন্য রাজধানী টোকিওতে একটি নৈশভোজেও অংশ নেন।
No comments