সেনাবাহিনী জঙ্গিদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি বলেছেন, আল-কায়েদা ও তালেবানের সঙ্গে সম্পৃক্ত জঙ্গিদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে সেনাবাহিনী। গতকাল শনিবার ইসলামাবাদের উত্তরাঞ্চলীয় কাকুল মিলিটারি একাডেমিতে ক্যাডেটদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
চলতি মাসে হোয়াইট হাউস এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান তেমন কিছুই করছে না। জঙ্গিদের পরাস্ত করার ক্ষেত্রে ইসলামাবাদের যথাযথ পরিকল্পনারও অভাব রয়েছে। এ ছাড়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্যদের সঙ্গে তালেবান জঙ্গিদের সম্পৃক্ততা রয়েছে।
তবে ওয়াশিংটনের উদ্বেগের বিষয়ে কোনো ইঙ্গিত ছাড়াই কায়ানি তাঁর ভাষণে বলেন, পাকিস্তান অভ্যন্তরীণ ও বিদেশি যেসব হুমকি মোকাবিলা করেছে, সে বিষয়ে সেনাবাহিনী পুরোপুরি সচেতন আছে। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আমাদের কর্মকর্তা ও সেনারা বড় ধরনের ত্যাগ স্বীকার করেছে এবং বিরাট সাফল্য অর্জন করেছে। এ ছাড়া জঙ্গিদের মেরুদণ্ডও ভেঙে দেওয়া হয়েছে এবং শিগগিরই আমরা যুদ্ধে জয়ী হব।
চলতি মাসে হোয়াইট হাউস এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান তেমন কিছুই করছে না। জঙ্গিদের পরাস্ত করার ক্ষেত্রে ইসলামাবাদের যথাযথ পরিকল্পনারও অভাব রয়েছে। এ ছাড়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্যদের সঙ্গে তালেবান জঙ্গিদের সম্পৃক্ততা রয়েছে।
তবে ওয়াশিংটনের উদ্বেগের বিষয়ে কোনো ইঙ্গিত ছাড়াই কায়ানি তাঁর ভাষণে বলেন, পাকিস্তান অভ্যন্তরীণ ও বিদেশি যেসব হুমকি মোকাবিলা করেছে, সে বিষয়ে সেনাবাহিনী পুরোপুরি সচেতন আছে। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আমাদের কর্মকর্তা ও সেনারা বড় ধরনের ত্যাগ স্বীকার করেছে এবং বিরাট সাফল্য অর্জন করেছে। এ ছাড়া জঙ্গিদের মেরুদণ্ডও ভেঙে দেওয়া হয়েছে এবং শিগগিরই আমরা যুদ্ধে জয়ী হব।
No comments