গুয়ানতানামোর বন্দীদের ভালোবাসা
কিউবার গুয়ানতানামো বেতে মার্কিন কারাগারে বন্দীদের একটি দল হাইতির ভূমিকম্প-দুর্গতদের সাহায্য হিসেবে তাদের খাদ্যের কিছু অংশ আলাদা করে রাখছে। বন্দীদের আইনজীবীদের একজন এ কথা জানান। খবর এএফপির।
এলিসন লাফ্রাক জানান, ‘গুয়ানতানামো কারাগারে আটক সর্বশেষ রাশিয়ার নাগরিক রাভিল মিনগাজোভ এক সপ্তাহ আগে টেলিফোনে আমাকে বলেন, “ক্যাম্প-৪”-এর বন্দীরা প্রচুর খাদ্য জমিয়ে রাখছে।’
তিনি জানান, বন্দীদের মহত্ উদ্দেশ্য থাকা সত্ত্বেও প্রায় দুই সপ্তাহ ধরে জমিয়ে রাখা এসব খাদ্য কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে আদৌ হাইতিতে পাঠাতে পারবে কি না, সে ব্যাপারে ক্যাম্প-৪-এর বন্দীরা সন্দেহ প্রকাশ করেছে।
এলিসন লাফ্রাক জানান, ‘গুয়ানতানামো কারাগারে আটক সর্বশেষ রাশিয়ার নাগরিক রাভিল মিনগাজোভ এক সপ্তাহ আগে টেলিফোনে আমাকে বলেন, “ক্যাম্প-৪”-এর বন্দীরা প্রচুর খাদ্য জমিয়ে রাখছে।’
তিনি জানান, বন্দীদের মহত্ উদ্দেশ্য থাকা সত্ত্বেও প্রায় দুই সপ্তাহ ধরে জমিয়ে রাখা এসব খাদ্য কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে আদৌ হাইতিতে পাঠাতে পারবে কি না, সে ব্যাপারে ক্যাম্প-৪-এর বন্দীরা সন্দেহ প্রকাশ করেছে।
No comments