পাকিস্তানের অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
পাকিস্তানের আইনমন্ত্রীর সঙ্গে বিবাদের পরিপ্রেক্ষিতে সে দেশের অ্যাটর্নি জেনারেল আনওয়ার মনসুর পদত্যাগ করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলোর পুনর্বিচার শুরু করার ক্ষেত্রে সরকার কোনো সহযোগিতা করছে না। এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। খবর বিবিসি ও পিটিআইয়ের।
সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট একটি রুল জারি করে জানান, শত শত রাজনৈতিক নেতা ও কর্মকর্তার জন্য যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়, তা অবৈধ। দুই বছর আগে দুর্নীতির মামলা চলাকালে ওই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। আদালত বলেন, এসব মামলা আবার শুরু করা দরকার।
আনওয়ার মনসুর কয়েক দিন থেকেই সরকারের কর্মকাণ্ডে তাঁর হতাশার কথা জানিয়ে আসছিলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা আবার শুরু করার জন্য প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত আইন মন্ত্রণালয় তাঁকে দিতে অস্বীকার করে। ক্ষমতাসীন অনেকের বিরুদ্ধেই এ ধরনের বেশ কয়েকটি মামলা তদন্তাধীন। কিন্তু এ রকম প্রতিকূল পরিস্থিতিতে সেগুলোকে বিচারপ্রক্রিয়ায় নিয়ে আসা সত্যি দুরূহ বলে তিনি জানান।
সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট একটি রুল জারি করে জানান, শত শত রাজনৈতিক নেতা ও কর্মকর্তার জন্য যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়, তা অবৈধ। দুই বছর আগে দুর্নীতির মামলা চলাকালে ওই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। আদালত বলেন, এসব মামলা আবার শুরু করা দরকার।
আনওয়ার মনসুর কয়েক দিন থেকেই সরকারের কর্মকাণ্ডে তাঁর হতাশার কথা জানিয়ে আসছিলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা আবার শুরু করার জন্য প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত আইন মন্ত্রণালয় তাঁকে দিতে অস্বীকার করে। ক্ষমতাসীন অনেকের বিরুদ্ধেই এ ধরনের বেশ কয়েকটি মামলা তদন্তাধীন। কিন্তু এ রকম প্রতিকূল পরিস্থিতিতে সেগুলোকে বিচারপ্রক্রিয়ায় নিয়ে আসা সত্যি দুরূহ বলে তিনি জানান।
No comments